পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতির - Ram Nath Kovind

বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতির ৷ ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়েছে ৷ পাশাপাশি তাঁর স্বাস্থ্য় স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে ৷

President
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দে

By

Published : Mar 27, 2021, 9:17 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : মঙ্গলবার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়েছে ৷ পাশাপাশি তাঁর স্বাস্থ্য় স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে ৷

রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, "আজ বিকালে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁকে চিকিৎসকরা দেখে বাইপাস সার্জারি করার কথা জানিয়েছেন ৷ সেইমতো আগামী 30 তারিখ তাঁর অস্ত্রোপচার করা হবে ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল ৷ "

আরও পড়ুন-অসুস্থ হয়ে হাসপাতালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁকে ভর্তি করা হয় দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) এ ৷

গতকাল রাষ্ট্রপতি ভবন সূত্রে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়, গতকাল সকাল থেকে হঠাৎই বুকে অস্বস্তি বোধ করতে থাকেন ৷ সেকারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ABOUT THE AUTHOR

...view details