নয়াদিল্লি, 27 মার্চ : মঙ্গলবার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়েছে ৷ পাশাপাশি তাঁর স্বাস্থ্য় স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে ৷
রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, "আজ বিকালে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁকে চিকিৎসকরা দেখে বাইপাস সার্জারি করার কথা জানিয়েছেন ৷ সেইমতো আগামী 30 তারিখ তাঁর অস্ত্রোপচার করা হবে ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল ৷ "