পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President Election 2022: বিমানের আসনজুড়ে বসে 'মিস্টার ব্যালট বক্স' - মিস্টার ব্যালট বক্স

বিমানের আসনজুড়ে বসে রয়েছে 'মিস্টার ব্যালট বক্স' (Mr Ballot Box)৷ রাষ্ট্রপতি নির্বাচনের পর এ ভাবেই ব্যালট বাক্স দিল্লিতে ফেরানোর ব্যবস্থা করল নির্বাচন কমিশন (President Election 2022)৷

President Election 2022: Election Commission buys separate air tickets for Mr Ballot Box
বিমানের আসনজুড়ে বসে 'মিস্টার ব্যালট বক্স'

By

Published : Jul 19, 2022, 1:55 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই: মিস্টার ব্যালট বক্স (Mr Ballot Box)৷ এই নামেই বুক করা হয়েছে বিমানের টিকিট (President Election 2022)৷ বিমানের আসন জুড়ে সফর করছে ব্যালট বাক্স ৷ রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পরই বিমানে ব্যালট বাক্স নিয়ে এ ভাবেই দিল্লি ফিরলেন নির্বাচনী আধিকারিকরা ৷

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যালট বক্স পাঠিয়েছিল ৷ রাজ্যগুলিতে ব্যালট বক্স পাঠানো ও নির্বাচনের পর তা দিল্লিতে ফিরিয়ে আনার জন্য বিমানে যাওয়া ও আসার টিকিট কাটা হয়েছিল ৷ 'মিস্টার ব্যালট বক্স' নামে বুক করা হয়েছিল সেই টিকিট ৷

আগে সুপারভাইজিং আধিকারিকদের হ্যান্ড ব্যাগেজেই পাঠানো হত এই ব্যালট বক্স ৷ তবে এ বার সেই নিয়ম বদলানো হয়েছে ৷ বিমানে রীতিমতো আলাদা টিকিট কেটে ব্যালট বাক্স পাঠানো হয়েছে ৷ তার ফলে বিমানের আসনে সযত্নে রাখা হয়েছিল সেই ব্যালট বাক্স ৷ আর তার পাশের আসনে ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ সেই ছবি টুইট করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন:রাষ্ট্রপতি ভোটের ব্যালট বাক্স কড়া নিরাপত্তায় দিল্লি যাবে মঙ্গলবার

জানা গিয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে দিল্লি বিমানবন্দর থেকে ব্যালট বাক্সগুলি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের রিটার্নিং অফিসারের ঘরে । 21 জুলাই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা ৷ সে দিনই বোঝা যাবে ব্যালট বাক্সে কোনদিকে পাল্লা ভারী রয়েছে ৷ দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা - কে হতে চলেছেন রাইসিনা হিলসের বাসিন্দা ৷ তবে হিসেব বলছে, সহজেই রাষ্ট্রপতি ভবনে পাড়ি জমাতে চলেছেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৷

ABOUT THE AUTHOR

...view details