বার্মিংহাম, 1 অগস্ট: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতকে তিন নম্বর সোনা এনে দিয়েছেন হাওড়ার ছেলে অচিন্ত্য শিউলি ৷ ভারোত্তোলনে পুরুষদের 73 কেজি বিভাগে তিন রাউন্ডে মোট 313 কিলো ওজন তুলে রেকর্ড গড়েছেন তিনি ৷ বাংলার ছেলের এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা দেশ (President Droupadi Murmu Wishes Achinta Sheuli for His Gold in Commonwealth Games 2022) ৷ আর এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন অচিন্ত্যকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, ‘‘অচিন্ত্য শিউলি কমনওয়েলথের মঞ্চে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন এবং তেরঙ্গাকে শিখরে উড়িয়েছেন ৷ আপনি বিফলতার গ্লানি ভুলে, সাফল্যের সারিতে ফিরে এসেছেন ৷ আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন, যিনি ইতিহাস তৈরি করেছেন ৷ আপনাকে অন্তর থেকে অভিনন্দন ৷’’
তবে, শুধু রাষ্ট্রপতি নন ৷ প্রধানমন্ত্রীও (Narendra Modi) অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘কমনওয়েলথ গেমসে প্রভিবান অচিন্ত্য শিউলির সোনা জয়ের খবরে আমি উচ্ছ্বসিত ৷ তিনি পরিচিত তাঁর শান্ত এবং ধৈর্যশীল স্বভাবের জন্য ৷ এই বিশেষ সাফল্য অর্জনের জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ৷’’