নয়াদিল্লি, 20 জুন: রথযাত্রা উপলক্ষে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলেন রাষ্ট্রপ্রধানরা ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷ সেখানে দেশবাসী তথা জগন্নাথ ভক্তদের রথযাত্রার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য প্রার্থনা করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন মার্কিন সফরে যাওয়ার আগে সকল দেশবাসীকে পবিত্র রথযাত্রায় সমৃদ্ধি কামনা করেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের রথযাত্রার অভিনন্দন জানিয়েছেন ৷ রাজ্যের বিরোধী দলনেতাও রথযাত্রা নিয়ে টুইট করেন আজ সকালে ৷
আজ দেশের সর্বত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হচ্ছে ৷ পুরীর জগন্নাথ দেবের রথ যেমন বিশ্ববিখ্যাত ৷ তেমনি বাংলা-সহ দেশের সর্বত্র ইসকনের রথযাত্রার জনপ্রিয়তা রয়েছে ৷ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মাসির বাড়ি যাওয়া উপলক্ষে পালিত এই রথযাত্রায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীর মঙ্গল কামনায় অভিনন্দন বার্তা দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি ভবনের তরফে পোস্টে লেখা হয়েছে, ‘‘জগন্নাথ দেবে রথযাত্রার সূচনা উপলক্ষে, আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে ভগবান জগন্নাথের ভক্তদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ৷ আমি মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি ভক্তি ও উৎসর্গের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷’’
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ‘স্টেট ভিজিটে’ গিয়েছেন ৷ রথযাত্রার দিনে তাঁর এই সফরের আগে দেশবাসীকে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই ৷ আসুন আমরা এই পবিত্র দিনটিকে উদযাপন করি ৷ ভগবান জগন্নাথের ঐশ্বরিক যাত্রা আমাদের জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করুক ৷’’