পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ratha Yatra 2023: রথযাত্রায় দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর - রথযাত্রার অভিনন্দন

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করেছেন ৷ পাশাপাশি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলকে এই পবিত্র দিনটির জন্য শুভকামনা করেছেন ৷

Ratha Yatra 2023 ETV BHARAT
Ratha Yatra 2023

By

Published : Jun 20, 2023, 1:51 PM IST

নয়াদিল্লি, 20 জুন: রথযাত্রা উপলক্ষে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলেন রাষ্ট্রপ্রধানরা ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷ সেখানে দেশবাসী তথা জগন্নাথ ভক্তদের রথযাত্রার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য প্রার্থনা করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন মার্কিন সফরে যাওয়ার আগে সকল দেশবাসীকে পবিত্র রথযাত্রায় সমৃদ্ধি কামনা করেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের রথযাত্রার অভিনন্দন জানিয়েছেন ৷ রাজ্যের বিরোধী দলনেতাও রথযাত্রা নিয়ে টুইট করেন আজ সকালে ৷

আজ দেশের সর্বত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হচ্ছে ৷ পুরীর জগন্নাথ দেবের রথ যেমন বিশ্ববিখ্যাত ৷ তেমনি বাংলা-সহ দেশের সর্বত্র ইসকনের রথযাত্রার জনপ্রিয়তা রয়েছে ৷ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মাসির বাড়ি যাওয়া উপলক্ষে পালিত এই রথযাত্রায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীর মঙ্গল কামনায় অভিনন্দন বার্তা দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি ভবনের তরফে পোস্টে লেখা হয়েছে, ‘‘জগন্নাথ দেবে রথযাত্রার সূচনা উপলক্ষে, আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে ভগবান জগন্নাথের ভক্তদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ৷ আমি মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি ভক্তি ও উৎসর্গের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ৷’’

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ‘স্টেট ভিজিটে’ গিয়েছেন ৷ রথযাত্রার দিনে তাঁর এই সফরের আগে দেশবাসীকে অভিনন্দন জানান মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই ৷ আসুন আমরা এই পবিত্র দিনটিকে উদযাপন করি ৷ ভগবান জগন্নাথের ঐশ্বরিক যাত্রা আমাদের জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করুক ৷’’

আরও পড়ুন:জগন্নাথ-বলরাম-সুভদ্রা নয়, পরম্পরা মেনে শিবপুরের রথবাড়ির রথে চড়েন শ্রীনারায়ণ

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য তথা দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় জগন্নাথ দেবের ছবি দিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেন রথযাত্রা নিয়ে ৷ তিনি লিখেছেন, ‘‘শুভ রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তাঁদের ঐশ্বরিক আর্শিবাদে সকল ভক্তদের শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য দান করুন ৷’’

আরও পড়ুন:শিল্পী সুদর্শনের ছোঁয়ায় 250টি নারকেল ও 5 টন বালিতে পুরীর সমুদ্র সৈকতে তৈরি রথ

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ওড়িশা তথা দেশবাসীকে রথযাত্রার অভিনন্দন জানিয়েছেন ৷ পুরীর রথযাত্রায় সামিল সকল ভক্তদের তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন রেখেছেন ৷ যাতে নির্বিঘ্নে, কোনও সমস্যা ছাড়াই পবিত্র এই উৎসবের প্রথম পর্ব শেষ করা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details