পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President-PM-Mamata Express Grief: দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর-মুখ্যমন্ত্রীর - শোকপ্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর

উত্তর সিকিমে (North Sikkim) খাদে গাড়ি উলটে অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে (Army Vehicle Accident) ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকে ৷

President-PM-Mamata Express Grief
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর-মুখ্যমন্ত্রীর

By

Published : Dec 23, 2022, 7:45 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ শুক্রবার উত্তর সিকিমে ওই দুর্ঘটনাটি ঘটে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন ৷

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের (North Sikkim) চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল । জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Army Vehicle Accident) ৷ অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ আপাতত তাঁরা চিকিৎসাধীন ৷

এই ঘটনার খবর মিলতেই শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি ৷ তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত । নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতীয় সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন । প্রধানমন্ত্রীর দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, "সিকিমে একটি সড়ক দুর্ঘটনার কারণে আমাদের সাহসী সেনা কর্মীদের প্রাণহানির ঘটনায় ব্যথিত । শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা । আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন । তিনি টুইটে লিখেছেন, "সিকিমে আমাদের সাহসী সেনা সৈন্যদের জীবন কেড়ে নেওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে মর্মাহত । আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই । আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে, তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।"

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও । সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত । জাতি তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ । শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা । যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) ৷ টুইট করে তিনি শোকপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

ABOUT THE AUTHOR

...view details