পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President Greets Teachers: নয়া শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত ভারতীয় সংস্কৃতি, শিক্ষক দিবসের শুভেচ্ছায় বললেন রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু

শিক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় সংস্কৃতি ৷ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Greets Teachers)৷

President Droupadi Murmu greets teachers on eve of Teacher's Day
শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় সংস্কৃতি, শিক্ষক দিবসের শুভেচ্ছায় বললেন রাষ্ট্রপতি

By

Published : Sep 4, 2022, 7:54 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu greets teachers)৷ তাঁকে উদ্ধৃত করে রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে দেশের সব শিক্ষককে শিক্ষক দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানানো হয়েছে ৷

বিবৃতিতে (President Greets Teachers) বলা হয়েছে, "শিক্ষক দিবসে আমার দেশের সব শিক্ষকদের আমার উষ্ণ শুভেচ্ছা জানাই ৷" দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ দেশের সব শিক্ষকদের অনুপ্রেরণা বলে মনে করেন মুর্মু ৷ তিনি বিবৃতিতে বলেছেন, "মহান শিক্ষক-দার্শনিক তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় ৷ তাঁর প্রতি আমার বিনীত শ্রদ্ধা জানাই ৷ সব শিক্ষকের জন্য তিনি একজন অনুপ্রেরণা ৷ যিনি ছাত্রদের মধ্যে জ্ঞানের পাশাপাশি মূল্যবোধও প্রোথিত করার চেষ্টা করেছিলেন ৷"

বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু (Teachers Day 2022) আরও লিখেছেন, "নতুন নতুন অভিজ্ঞতা, গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত তাঁদের যোগ্যতা ও দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ জাতীয় শিক্ষানীতি 2020 সালের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে ৷ এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভারতীয় সংস্কৃতি ও ভাষাকে অন্তর্ভুক্ত করার সুযোগ এসেছে ৷"

শিক্ষকতার পেশার সঙ্গে আরও প্রতিভাবান মানুষেরা যুক্ত হবেন বলে আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি ৷ তার মাধ্যমেই দেশের নাগরিকরা আরও দায়িত্বশীল হয়ে উঠবেন ও সমাজকল্যাণে তৈরি থাকবেন বলে মত মুর্মুর ৷ তাঁর কথায়, "আমি আত্মবিশ্বাসী যে আমাদের শিক্ষকদের চেষ্টা আমাদের নয়া উচ্চতার শিখরে পৌঁছে দেবে ৷"

আরও পড়ুন:সকলের সুখ-সমৃদ্ধি প্রার্থনা করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর

1888 সালের 5 সেপ্টেম্বর জন্মেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ৷ শিক্ষার জগতে তাঁর অসামান্য অবদানের জন্য 1962 সাল থেকে তাঁর জন্মদিনটিকে দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details