পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eid ul Fitr Greetings: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

আজ খুশির ঈদ এবং অক্ষয় তৃতীয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রেড রোডের মঞ্চ থেকে সবাইকে ঈদের শুভচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Eid ul Fitr
ঈদ

By

Published : Apr 22, 2023, 8:52 AM IST

Updated : Apr 22, 2023, 9:29 AM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল:চাঁদ দেখা দিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর আজ খুশির ঈদ পালিত হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে ৷ এর সঙ্গে আজ অক্ষয় তৃতীয়াও ৷ ঈদ ও অক্ষয় তৃতীয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকে ৷ রাষ্ট্রপতি তাঁর টুইটারে লিখলেন, "ঈদ-উল-ফিতরে দেশবাসীকে বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানাই ৷ প্রেম আর করুণার পর্ব হল ঈদ ৷ এই উৎসব আমাদের অন্যদের সাহায্য করার বার্তা দেয় ৷ আসুন, এই উদযাপন উপলক্ষ্যে আমরা সবাই সমাজে ভ্রাতৃত্ব আর নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির রাস্তায় এগিয়ে যাই, তার সংকল্প নিই ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদের শুভেচ্ছা টুইটারে লিখেছেন, "ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ৷ আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতি আরও বাড়ুক, এই কামনা করি ৷ আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্যও প্রার্থনা করি ৷ ঈদ মুবারক !" পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: প্রকৃতির রোষে নতিস্বীকার ধর্মীয় রীতিরও, এই প্রথম ছাউনির নীচে ঈদের সমবেত নমাজ

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সবাইকে ঈদ মুবারক ! এই শুভ উৎসব সবার জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক ৷" অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তিনি লিখেছেন, "অক্ষয় তৃতীয়ায় আপনাদের সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক ৷ আশা করি, এই শুভ দিন আপনার জীবনে সুখ আর সম্পদ নিয়ে আসবে ৷" ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ৷

রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সবাইকে সাহসের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন ৷ তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিহারের পটনায় গান্ধি ময়দানে নমাজ পাঠ হয়েছে ৷ সেখানে উপস্থিত মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ দিল্লির জামা মসজিদে উপচে পড়েছে মানুষের ভিড় ৷ নমাজ শেষে একে অপরকে আলিঙ্গনের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় ৷

Last Updated : Apr 22, 2023, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details