নয়াদিল্লি, 12 অগস্ট: আইনে পরিণত হল দিল্লি পরিষেবা বিল ৷ আগেই লোকসভায় ও রাজ্যসভায় পাস হয়েছিল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল ৷ শনিবার এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ফলে আইনে পরিণত হয়েছে এই বিল ৷ এই বিলকে সংক্ষেপে দিল্লি পরিষেবা বিলও বলা হচ্ছে ৷ দিল্লি সরকারের প্রশাসনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে, মূলত সেই বিষয়টিই স্পষ্ট করা হয়েছে এই আইনে ৷ এই বিষয়ে আগে অধ্যাদেশ এনেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে ওই বিষয়ে বিল পেশ করা হয় ৷ গত 1 অগস্ট লোকসভায় ও 7 অগস্ট রাজ্যসভায় পাস হয় ওই বিল ৷
দিল্লিতে আমলাদের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কেন্দ্র না নির্বাচিত দিল্লি সরকার এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বিরোধ বাঁধে অরবিন্দ কেজরিওয়াল সরকারের ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয় ৷ কয়েক মাস আগে শীর্ষ আদালত কেজরিওয়াল সরকারের পক্ষেই রায় দেয় ৷ আদালত জানায়, আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিল্লি সরকারেরই ৷ এই বিষয়ে কেন্দ্র বা উপ-রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন না ৷ এরপরেই দিল্লি সংক্রান্ত আইন বদলের উদ্যোগ নেয় কেন্দ্র ৷ প্রথমে জারি করা হয় অধ্যাদেশ ৷ পরে সংসদের অধিবেশনে পেশ হয় ওই বিল ৷