পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: সকলের সুখ-সমৃদ্ধি প্রার্থনা করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর - Ganesh Festival of Mumbai

গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী (Narendra Modi) ৷

President Droupadi Murmu and PM Narendra Modi Extend Wishes on Ganesh Chaturthi
President Droupadi Murmu and PM Narendra Modi Extend Wishes on Ganesh Chaturthi

By

Published : Aug 31, 2022, 12:28 PM IST

Updated : Aug 31, 2022, 3:53 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: দেশবাসীকে গণেশ চতু্র্থীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ সকল নাগরিকের জন্য সিদ্ধিদাতা গণেশর কাছে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন তিনি ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তাঁর গণেশ পুজো করার একটি ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন সকালে রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটারে রাইসিনা হিলসের তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে দেশবাসীকে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘‘গণেশ চতুর্থী উপলক্ষে সকল দেশবাসীকে শুভকামনা ৷ বিঘ্নহর্তা ও মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ৷ আমার প্রার্থনা যে, শ্রী গণেশের আবির্ভাবে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বিকাশ হোক ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে গণেশ উৎসবের (Ganesh Festival) শুভকামনা জানিয়েছেন ৷ যেখানে গণেশ মন্ত্র লিখে, সকলে গণেশ চতুর্থীর অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ লেখেন, ‘‘গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ৷ গণপতি বাপ্পা মোরেয়া ! প্রার্থনা করি ভগবান গণেশ যেন আমাদের সকলের উপর তাঁর কৃপা দৃষ্টি বজায় রাখেন ৷’’

আরও পড়ুন:সুখ, সমৃদ্ধি আর সামঞ্জস্যের কামনাতেই পালিত হয় গণেশ চতুর্থী

আজ গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশে উৎসবের ছোঁয়া ৷ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ, ভারতের প্রায় সব রাজ্যেই গণেশ চতুর্থীর পালিত হচ্ছে ৷ সংসারে সুখ, সমৃদ্ধি ও জ্ঞানের বিকাশের জন্য সিদ্ধিদাতার আরাধনা করা হয় ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয় ৷ মুম্বই তথা মহারাষ্ট্রের গণেশ উৎসব বিশ্ব বিখ্যাত (Ganesh Festival of Mumbai) ৷ সেখানে প্রায় এক সপ্তাহ ধরে গণেশ উৎসব পালিত হয় ৷

Last Updated : Aug 31, 2022, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details