পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বব্য়াপী স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও বেশি বিনিয়োগের পক্ষে সওয়াল হর্ষ বর্ধনের

কোভিডের মতো পরিস্থিতির মোকাবিলা করতে হলে আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে পাস্পরিক সহযোগিতা দরকার ৷ দরকার আরও বেশি বিনিয়োগ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ৷

Preparedness costs only fraction of impact of a pandemic but returns exponentially: Harsh Vardhan
বিশ্বব্য়াপী স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও বেশি বিনিয়োগের পক্ষে সওয়াল হর্ষ বর্ধনের

By

Published : May 20, 2021, 1:54 PM IST

নয়াদিল্লি, 20 মে :আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করতে বিভিন্ন দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা থাকা দরকার ৷ বুধবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ৷ এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর তরফে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তিনি ৷ সেখানেই হর্ষ বর্ধনের বার্তা, করোনা অতিমারি আমাদের শিখিয়েছে, স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে আরও বেশি বিনিয়োগ দরকার ৷ তা না হলে বড় খেসারত দিতে হবে ৷

করোনা আবহে এদিন হু-এর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের শাখার তরফে যে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল, তার প্রধান আলোচ্য বিষয় ছিল করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা এবং শান্তি রক্ষা ৷ সেখানেই ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাতেই স্বাস্থ্য পরিকাঠামো গঠনে আরও বেশি বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দেওয়া হয় ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্য়ে জানান, গত এক বছরের পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড-19-কে গণ স্বাস্থ্য পরিসরে জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ আন্তর্জাতিক অবস্থা খতিয়ে দেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ আর এই পরিস্থিতিই বুঝিয়ে দিয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আরও সহযোগিতা দরকার ৷

ABOUT THE AUTHOR

...view details