পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 6, 2023, 7:49 PM IST

ETV Bharat / bharat

Doctors Save Premature Baby: 700 গ্রামের প্রিম্যাচিওর শিশু, মাতৃগর্ভের মতো পরিবেশে রেখে পুনর্জন্ম দিলেন ডাক্তাররা

700 গ্রামের প্রিম্যাচিওর শিশুকে (Premature Baby weighing 700 grams) মাতৃগর্ভের মতো পরিবেশে রেখে পুনর্জন্ম দিয়েছেন ডাক্তাররা (Doctors Save Premature Baby)৷ কর্ণাটকের হাসপাতালে অসাধ্য সাধন করে দেখালেন চিকিৎসকরা ৷

Doctors Save Premature Baby ETV Bharat
700 গ্রামের প্রিম্যাচিওর শিশু

গদগা (কর্ণাটক), 6 মার্চ: প্রিম্যাচিওর বাচ্চার (Premature Baby weighing 700 grams) জন্ম দিয়েছিলেন মা ৷ সদ্যোজাত ঠিক মতো বেড়েই ওঠেনি ৷ ওজন ছিল মাত্র 700 গ্রাম (Doctors Save Premature Baby)৷ সেই শিশুকে মায়ের গর্ভের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে রেখে পুনর্জন্ম দিলেন চিকিৎসকরা ৷ কর্ণাটকের গদাগে এই ঘটনা ঘটেছে ৷ সেখানকার জিআইএমএস হাসপাতালের চিকিৎসকদের টানা তিন মাস পরিশ্রমের পর মিরাকল ঘটেছে ৷ সুস্থ হয়ে বাবা-মায়ের কোলে ফিরে গিয়েছে সেই একরত্তি ৷

গদগা জিআইএমএস হাসপাতালের চিকিৎসকরাই এখন ঈশ্বরের মতোই সেই সদ্যোজাতের বাবা-মায়ের চোখে ৷ দুন্দুর গ্রামের রাজেশ্বরী চিককানাগৌড়া নামে এক মহিলা একটি বেসরকারি হাসপাতালে অকাল প্রসবের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন । একটি ছেলে ও একটি মেয়ে । তবে গর্ভাবস্থার মাত্র 24 সপ্তাহে জন্ম হওয়ায় সেই যমজ শিশুর ঠিকমতো বিকাশ ঘটেনি । জন্মের দ্বিতীয় দিনে কন্যাসন্তানটির মৃত্যু হয় । যমে-মানুষে টানাটানি চলছিল পুত্র সন্তানের ক্ষেত্রেও ৷ কারণ সেই শিশুটির ওজন ছিল মাত্র 700 গ্রাম এবং সেও পুরোপুরি বিকশিত হয়নি ।

ফুসফুস ঠিকমতো গড়ে না ওঠায় সে শ্বাসকষ্টে ভুগছিল । শিশুটির চোখ, কান, রক্তচাপ ইত্যাদির সমস্যা থাকায় তার আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন বাবা-মা । এছাড়াও বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল । সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার পর অভিভাবকরা অবশেষে গদগা জিআইএমএসে ভর্তি করান শিশুটিকে । সেখানকার চিকিৎসকরাই চমকে দিয়েছেন সবাইকে ৷

আরও পড়ুন:ইতালিতে নতুন জীবন শুরু করছে নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

শিশুটির শরীর ঠিকমতো গড়ে না ওঠায় চিকিৎসকরা মাতৃগর্ভের মতো কৃত্রিম প্রজননের পরিবেশ তৈরি করে সেখানে রেখে শিশুটির চিকিৎসা চালাতে থাকেন ৷ টানা তিন মাস ধরে জিআইএমএস মাদার কেয়ার ইউনিটে শিশুটির এই বিশেষ চিকিৎসা করা হয় । ফুসফুসের বিকাশ না হওয়ায় প্রাথমিকভাবে ভেন্টিলেটরে ফুসফুসের স্থান পর্যন্ত পাইপ স্থাপন করে অক্সিজেন সরবরাহ করা হয় ।

একটি বড় চিকিৎসক দল দিনরাত শিশুটির চিকিৎসা করেছে, ফলে শিশুটির ওজন বেড়েছে । আর এখন সে মায়ের কোলে ফিরে গিয়েছে । এই দম্পতির চার বছর সন্তান হয়নি । চার বছর পর সন্তানের জন্ম দেওয়ার পরও প্রথম সন্তানের মৃত্যু হয় ৷ তাই দ্বিতীয়টিকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা-মা ৷

ABOUT THE AUTHOR

...view details