কানপুর, 7 জানুয়ারি:রামলালা বিরাজ করুন ঘরে ঘরে। অযোধ্যায় মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই তাঁদের সন্তানের জন্ম হোক ৷ চিকিৎসকদের কাছে উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলাদের দাবি ঠিক এমনই।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি ৷ দেশজুড়ে যা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই ৷ বলা যায়, 22 জানুয়ারিকে ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ দেশে ৷ হিন্দু সংগঠনগুলি ইতিমধ্যেই এই দিনটিকে একটি উৎসব হিসেবে পালন করার জন্য ভক্তদের আহ্বান জানিয়েছে ৷ আর এবার এই দিনেই সন্তানের জন্ম দিতে চাইছেন উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলারা ৷ এমনই খবর প্রকাশ্যে এসেছে ৷
ওইদিনই সন্তানের জন্ম দিয়ে তাঁরা বিশেষভাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন ৷ তাঁরা ভাবছেন, এই দিনে সন্তানের জন্ম হলে তাঁদের ঘরে রামলালার পুনর্জন্মের মতোই মঙ্গল হবে ৷ এই জন্য যোগীরাজ্যের গর্ভবতী মহিলারা চিকিৎসকদের কাছে দাবি করেছেন যে তাঁদের প্রসব যেন 22 জানুয়ারি করা হয় ৷
গর্ভবতী মহিলাদের মধ্যে এই প্রবণতা কানপুরে দেখা গিয়েছে ৷ মা কৌশল্যাকে স্মরণ করে নিজেদের ঘরে রামের জন্ম কামনা করেছেন অনেকেই । চিকিৎসকরা এই কথা শুনে হাসলেও ওই দিন প্রসবের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ তাঁরা জানিয়েছেন, যে সব গর্ভবতী মহিলারা সুস্থ রয়েছেন তাঁদের 22 জানুয়ারি প্রসবের জন্য অস্ত্রোপচার করা হবে ।
ইটিভি ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় সাথে সিনিয়র চিকিৎসক সীমা দ্বিবেদী বলেন যে, "সাধারণত হাসপাতালে প্রতিদিন 15 থেকে 20টি প্রসব হয় । আমাদের যদি 22 জানুয়ারি আরও অপারেশন করতে হয়, আমরা প্রস্তুত আছি । তবে রোগীদের স্বাস্থ্যের অবস্থা দেখতে হবে । এই প্রসবের সময় গর্ভবতী মহিলারা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন সেদিকে বিশেষ যত্ন নেওয়া হবে ।"