খাম্মাম (তেলেঙ্গানা), 11 নভেম্বর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে 'খুন' গর্ভবতী ৷ আর তাঁকে খুন করার অভিযোগ উঠল খোদ বাবা এবং ভাইদের বিরুদ্ধে ৷ শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মামে ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলার স্বামী ৷ এখন তাঁর চিকিৎসা চলছে ৷ মৃত মহিলার নাম উশশ্রী। তাঁর স্বামীর নাম রামকৃষ্ণ ৷
এই অমানবিক ঘটনাটি ঘটেছে খাম্মাম জেলার থাতিপুড়ি গ্রামের ওয়াইরাতে ৷ ঘটনার সূত্রপাত সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ৷ দশ বছর আগে উশশ্রীর সঙ্গে রামকৃষ্ণর বিয়ে হয় ৷ বিয়ের পর উশশ্রীর দাদু (মায়ের বাবা) তাঁকে চাষের জমি, একটি বাড়ি এবং গ্রামে আরও কিছুটা জমি উপহার দেন ৷ এই সম্পত্তি ঘিরে উশশ্রীর সঙ্গে তাঁর বাবা-মায়ের সম্পর্ক ক্রমশ তিক্ত হতে থাকে ৷ আর শেষে বাবা-ভাইয়ের হাতেই তাঁকে নৃশংস ভাবে খুন হতে হল বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে উশশ্রীর বাড়ির চত্বরে গাছ কাটাকে কেন্দ্র করে ঝামেলা বাধে ৷ উশশ্রীর বাবা ও ভাইদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন উশশ্রী-রামকৃষ্ণ ৷ বচসা থেকে ঘটনাটি হাতাহাতিতে গড়ায় ৷ অভিযোগ, দম্পতিকে মারধর করতে শুরু করেন উশশ্রীর বাবা ও দুই ভাই ৷ বাবা পিত্তালা রামুলু এবং ভাই নরেশ ও ভেঙ্কটেশ দম্পতিকে লক্ষ্য করে পাথর পর্যন্ত ছোড়ে ৷ এছাড়া শাবল, কোদাল এবং অন্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে উশশ্রী-রামকৃষ্ণকে ৷
একসময় প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন তাঁরা ৷ ধাওয়া করে গিয়ে বাবা ও ভাইয়েরা প্রথমে রামকৃষ্ণকে ধরে ফেলে ৷ তাঁর উপর হামলা চালায় ৷ রামকৃষ্ণ মাটিতে পড়ে যান ৷ এদিকে উশশ্রী দিগবিদিকশূন্য হয়ে ছুটতে থাকেন ৷ প্রাণ বাঁচাতে বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ৷ অভিযোগ, ঠিক সেই সময় বাবা এবং দুই ভাই তাঁর উপরেও হামলা চালায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷