পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Barbaric Incident in Hazaribagh: বকেয়া শোধ করেননি বাবা ! ট্রাক্টরের তলায় পিষে মারা হল অন্তঃসত্ত্বা মেয়েকে - Pregnant Woman died in a horrific incident

ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার (Pregnant Woman died in a horrific incident) ৷ ঘটনাটি ঝাড়খণ্ডের ইচক থানার অন্তর্গত এলাকার ৷ বচসা চলাকালীন কৃষকের মেয়েকে ধরে ট্রাক্টরের চাকায় ফেলে দেন ফাইন্যান্স কোম্পানির আধিকারিকরা বলে অভিযোগ ।

Pregnant woman dies as recovery agents allegedly mow her down in Hazaribagh
Pregnant woman dies as recovery agents allegedly mow her down in Hazaribagh

By

Published : Sep 17, 2022, 12:18 PM IST

হাজারিবাগ(ঝাড়খণ্ড), 17 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের হাজারিবাগে এক গর্ভবতীর মর্মান্তিক মৃত্যু হল (Pregnant Woman died in a horrific incident) ৷ অভিযোগ, ফাইন্যান্স কোম্পানির এজেন্টরা গর্ভবতী মহিলাকে ট্রাক্টরের চাকার নিচে ফেলে দেন ৷ এরজেরেই মৃত্যু হয় ওই মহিলার (Recovery agents killed pregnant woman) ৷

বৃহস্পতিবার ইচক থানার অন্তর্গত এলাকায় এই ঘটনাটি ঘটে । মৃতের বাবা একজন বিশেষভাবে সক্ষম কৃষক । তাছাড়া নিহত তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে । জেলা পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, "ফাইন্যান্স কোম্পানির আধিকারিক এবং কৃষকের মধ্যে তর্ক শুরু হয় ৷ যখন তারা ট্র্যাক্টর উদ্ধার করতে কৃষকের বাড়িতে পৌঁছয় । এরপরই তর্কের জেরে এই কৃষকের মেয়েকে ধরে ট্রাক্টরের চাকায় ফেলে দেন ফাইন্যান্স কোম্পানির আধিকারিকরা ।"

ডিএসপি আরও বলেন, "এজেন্ট ও প্রাইভেট ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার-সহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ।" নির্যাতিতার এক আত্মীয় বলেন, "বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তারা তাদের না জানিয়েই বাড়িতে চলে আসেন । এরপর মেয়েটির বাবার সঙ্গে ঝগড়া চলাকালীন সামনে চলে আসেন ৷ এরপর ফাইন্যান্স কোম্পানির আধিকারিকরা তাঁকে ট্রাক্টরের চাকায় পিষ্ট করে হত্যা করেন । পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷"

আরও পড়ুন:বাসে আগুন ! চালকের তৎপরতায় বাঁচলেন যাত্রীরা

হাজারিবাগের পুলিশ সূত্রে খবর, ফাইন্যান্স কোম্পানির আধিকারিকরা ট্রাক্টর উদ্ধারের জন্য কৃষকের বাড়িতে যাওয়ার আগে স্থানীয় থানাকে জানাননি । বেসরকারি ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অনিস শাহ শুক্রবার একটি বিবৃতিতে বলেন, "হাজারিবাগের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন । একটি মানবিক ট্র্যাজেডি ঘটেছে । আমরা গোটা ঘটনা তদন্ত করে দেখব ।"

ABOUT THE AUTHOR

...view details