বারওয়ানি (মধ্যপ্রদেশ), 25 সেপ্টেম্বর: উঠেছিল প্রসববেদনা, খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সেও ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগে মাঝ পথেই আটকে যায় অ্যাম্বুলেন্সটি ৷ ফলে মাঝ পথেই সন্তান প্রসব করেন 27 বছর বয়সি ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার খামঘাট গ্রামে ৷ ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার বিষয়টি জানা যায় ৷
ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের পর কাপড়ে জড়িয়ে কাঁধে চাপিয়ে নিয়ে গিয়ে ওই মহিলা ও তাঁর সন্তানকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ এই ঘটনা প্রসঙ্গে ওই মহিলার ভাই ঠাকুর সংবাদসংস্থা এএনআইকে বলেন, "ওইদিন আমার বোনের প্রসববেদনা ওঠে ৷ আমরা অ্যাম্বুলেন্সে খবর দিই ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় অ্যাম্বুলেন্সটি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি ৷ এরপর আমরা তাঁকে কাপড় দিয়ে ঢাকা দিয়েই ওই পথ ধরে এগোতে থাকি ৷ কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছনোর আগেই আমার বোন মাঝ পথেই সন্তান প্রসব করেন ৷"