ডিব্রুগড়, 29 নভেম্বর: বলা হয় মা-বাবার পরেই একজন পড়ুয়ার জীবনে তার গুরু অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের স্থান ৷ তাঁদের দেওয়া শিক্ষা ও জ্ঞানই ভবিষ্যতের পাথেয় ৷ কিন্তু অসমের ডিব্রুগড়ে এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যেতে পারে এই সমাজের, আমার-আপনার ৷ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে অভিভাবকদের কাছে অভিযোগ করায় শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে একদল স্কুল পড়ুয়ার বিরুদ্ধে ৷ আক্রান্ত ওই মহিলা 5 মাসের গর্ভবতী (pregnant teacher mercilessly beaten by students in Assam) ৷
ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ের মোরান সাব ডিভিশনের ডোমারডালাঙ্গ জওহর নবোদয় বিদ্যালয়ে ৷ জানা গিয়েছে, পরীক্ষায় কম নম্বর পাওয়ায় কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে তাদের অভিভাবকদের কাছে অভিযোগ করেছিলেন ওই শিক্ষিকা ৷ তার 'বদলা' নিতেই 22 জন ছাত্র মিলে ওই মহিলা শিক্ষককে নিগ্রহ করে ৷ 27 নভেম্বর ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা মিলে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে (Pregnant Teacher Beaten by Students) ৷