নয়াদিল্লি ও প্রয়াগরাজ, 28 মার্চ: দুই আদালতে জোড়া ধাক্কা ! একদিকে পুরনো মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেন গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদ, অন্যদিকে তাঁর রক্ষাকবচের আবেদন শুনতে রাজিই হল না শীর্ষ আদালত ৷ উল্লেখ্য, আইনজীবী উমেশ পাল হত্যাকাণ্ডে (Umesh Pal Murder Case) মূল অভিযুক্ত হলেন এই আতিক আহমেদ (Atiq Ahmed) ৷ 2023 সালের এই হত্যাকাণ্ড ছাড়াও 2007 সালের উমেশ পাল অপহরণ কাণ্ডেও (Umesh Pal Kidnap Case 2007) অভিযুক্ত ছিলেন আতিক ৷ মঙ্গলবার সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রয়াগরাজের একটি আদালত (A Prayagraj Court) ৷ অন্যদিকে, প্রয়াগরাজ পুলিশের কাছ থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আলাদা মামলা রুজু করেছিলেন আতিক ৷ কিন্তু, এদিন সেই মামলা শুনলই না শীর্ষ আদালত ৷
আতিক আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চললেও এই প্রথম কোনও মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি ৷ 2007 সালের ওই ঘটনায় তাঁর ভাই আশরফ আহমেদও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, উমেশ পাল অপহরণ কাণ্ডে অভিযুক্তের সংখ্য়া 11 জনেরও বেশি ৷ তাঁদের মধ্যে আনসার নামে এক অভিযুক্ত ইতিমধ্য়েই মারা গিয়েছেন ৷ ফারহান নামে আর এক অভিযুক্ত বন্দি রয়েছেন নৈনি কেন্দ্রীয় সংশোধনাগারে ৷ এদিন এই মামলার শুনানির জন্য আতিক ও তাঁর ভাইকে যথাক্রমে সবরমতী ও বরেলি সংশোধনাগার থেকে প্রয়াগরাজের আদালতে নিয়ে আসা হয় ৷