পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Double Setback for Atiq Ahmed: উমেশ অপহরণে দোষী আতিক, রক্ষাকবচের আর্জি শুনলই না শীর্ষ আদালত - সুপ্রিম কোর্ট

2023 সালের এই হত্যাকাণ্ড ছাড়াও 2007 সালের উমেশ পাল অপহরণ কাণ্ডেও (Umesh Pal Kidnap Case 2007) অভিযুক্ত ছিলেন আতিক ৷ মঙ্গলবার সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রয়াগরাজের একটি আদালত (A Prayagraj Court) ৷ অন্যদিকে, প্রয়াগরাজ পুলিশের কাছ থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আলাদা মামলা রুজু করেছিলেন আতিক ৷ কিন্তু, এদিন সেই মামলা শুনলই না শীর্ষ আদালত ৷

Prayagraj Court convicts Atiq Ahmed in 2007 Umesh Pal Kidnap Case
ফাইল ছবি

By

Published : Mar 28, 2023, 2:37 PM IST

নয়াদিল্লি ও প্রয়াগরাজ, 28 মার্চ: দুই আদালতে জোড়া ধাক্কা ! একদিকে পুরনো মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেন গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদ, অন্যদিকে তাঁর রক্ষাকবচের আবেদন শুনতে রাজিই হল না শীর্ষ আদালত ৷ উল্লেখ্য, আইনজীবী উমেশ পাল হত্যাকাণ্ডে (Umesh Pal Murder Case) মূল অভিযুক্ত হলেন এই আতিক আহমেদ (Atiq Ahmed) ৷ 2023 সালের এই হত্যাকাণ্ড ছাড়াও 2007 সালের উমেশ পাল অপহরণ কাণ্ডেও (Umesh Pal Kidnap Case 2007) অভিযুক্ত ছিলেন আতিক ৷ মঙ্গলবার সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রয়াগরাজের একটি আদালত (A Prayagraj Court) ৷ অন্যদিকে, প্রয়াগরাজ পুলিশের কাছ থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আলাদা মামলা রুজু করেছিলেন আতিক ৷ কিন্তু, এদিন সেই মামলা শুনলই না শীর্ষ আদালত ৷

আতিক আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চললেও এই প্রথম কোনও মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি ৷ 2007 সালের ওই ঘটনায় তাঁর ভাই আশরফ আহমেদও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, উমেশ পাল অপহরণ কাণ্ডে অভিযুক্তের সংখ্য়া 11 জনেরও বেশি ৷ তাঁদের মধ্যে আনসার নামে এক অভিযুক্ত ইতিমধ্য়েই মারা গিয়েছেন ৷ ফারহান নামে আর এক অভিযুক্ত বন্দি রয়েছেন নৈনি কেন্দ্রীয় সংশোধনাগারে ৷ এদিন এই মামলার শুনানির জন্য আতিক ও তাঁর ভাইকে যথাক্রমে সবরমতী ও বরেলি সংশোধনাগার থেকে প্রয়াগরাজের আদালতে নিয়ে আসা হয় ৷

এই শুনানি ঘিরে যাতে কোনও অশান্তি না-ছড়ায়, তার জন্য আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ নিহত উমেশ পালের বাড়ি ঘিরেও ছিল কড়া নিরাপত্তা বলয় ৷ প্রসঙ্গত, উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন উমেশের স্ত্রী ৷ তাঁর আশঙ্কা, আতিক যদি কোনও দিন ফের মুক্তি পান, তাহলে পাল পরিবারের সকলকে শেষ করে দেবেন !

আরও পড়ুন:'ওরা আমাকে মারতে চায়', পুলিশের দিকে আঙুল উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিকের

এদিকে, আতিক আহমেদের অভিযোগ, প্রয়াগরাজের পুলিশ তাঁকে খুন করার মতলবে রয়েছে ! তাই তিনি উত্তরপ্রদেশের কোনও সংশোধনাগারে থাকতে চান না ৷ বদলে তাঁকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করা হোক ৷ এই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ কিন্তু, মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করতে রাজি হয়নি ৷ বিচারপতি আতিকের আইনজীবীকে সাফ জানিয়ে দেন, তাঁরা চাইলে সংশ্লিষ্ট রাজ্য়ের হাইকোর্টে যেতে পারেন ৷ সেই আদলতের এই মামলার শুনানি করার সম্পূর্ণ এক্তিয়ার রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details