নয়াদিল্লি, 22 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি নিয়ে এবার নরেন্দ্র মোদিকে টুইটারে নিশানা প্রশান্ত কিশোরের ৷ যেখানে মোদিকে উল্লেখ করে তৃণমূলের ভোট কৌশলী বলেন, ‘‘মহাশয় হাজারো মানুষ বলছেন, আমরা শ্বাস নিতে পারছি না ৷’’ প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোত শুরু হওয়ার পর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ যে পরিস্থিতিতে প্রতিটি করোনার হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে ৷ এমনকি বহু করোনা রোগী অক্সিজেনের অভাবে মারাও যাচ্ছেন ৷
এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে টুইটে সরব হলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ তিনি লেখেন, ‘‘নরেন্দ্র মোদি মহাশয় হাজারো মানুষ বলছেন - ‘আমরা শ্বাস নিতে পারছি না’ ৷ ধৈর্য ধরতে হলে অন্তত অক্সিজেন তো প্রয়োজন ৷’’ প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্য়ে এক ভাষণে করোনার থেকে মুক্তি পেতে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ মোদির সেই বক্তব্যকেই এখানে হাতিয়ার করেন প্রশান্ত কিশোর ৷