পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষ অক্সিজেন চাইছে, মোদিকে টুইটে খোঁচা প্রশান্ত কিশোরের

অক্সিজেনের ঘাটতি নিয়ে নরেন্দ্র মোদিকে টুইটারে নিশানা করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ দেশবাসী অক্সিজেন চাইছেন বলে টুইটারে লেখেন তিনি ৷

By

Published : Apr 22, 2021, 1:38 PM IST

Updated : Apr 22, 2021, 2:04 PM IST

prashant kishor takes narendra modi in twitter on oxygen crisis
মানুষ অক্সিজ়েন চাইছে, মোদিকে টুইটে খোঁচা প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি, 22 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি নিয়ে এবার নরেন্দ্র মোদিকে টুইটারে নিশানা প্রশান্ত কিশোরের ৷ যেখানে মোদিকে উল্লেখ করে তৃণমূলের ভোট কৌশলী বলেন, ‘‘মহাশয় হাজারো মানুষ বলছেন, আমরা শ্বাস নিতে পারছি না ৷’’ প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোত শুরু হওয়ার পর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ যে পরিস্থিতিতে প্রতিটি করোনার হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে ৷ এমনকি বহু করোনা রোগী অক্সিজেনের অভাবে মারাও যাচ্ছেন ৷

এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে টুইটে সরব হলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ তিনি লেখেন, ‘‘নরেন্দ্র মোদি মহাশয় হাজারো মানুষ বলছেন - ‘আমরা শ্বাস নিতে পারছি না’ ৷ ধৈর্য ধরতে হলে অন্তত অক্সিজেন তো প্রয়োজন ৷’’ প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্য়ে এক ভাষণে করোনার থেকে মুক্তি পেতে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ মোদির সেই বক্তব্যকেই এখানে হাতিয়ার করেন প্রশান্ত কিশোর ৷

আরও পড়ুন : মে মাসের প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছবে, বাড়ছে আশঙ্কা

প্রসঙ্গত, 2020 সালে ভারতে করোনার প্রথম প্রকোপ শুরু আগে ও পরের সময়ে অক্সিজেনের উৎপাদন অনেক বেড়েছে ৷ কিন্তু, সেই অক্সিজেনের অধিকাংশ বিদেশে রফতানি করা হয়েছে ৷ যা নিয়ে গতকাল কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তথ্যে বলা হয়েছে, 2020 সালের জানুয়ারি মাসের তুলনায় 2021 সালের জানুয়ারি মাসে 700 শতাংশ অক্সিজেন বেশি রফতানি হয়েছে ৷

Last Updated : Apr 22, 2021, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details