নয়াদিল্লি, 19 এপ্রিল : ফের সোনিয়া গান্ধি-প্রশান্ত কিশোরের বৈঠক ৷ আজ মঙ্গলবার চারদিনে তিন বার আলোচনায় বসবেন ভোট-কুশলী পিকে আর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী ৷ 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতিতে এই বৈঠক (Prashant Kishor Sonia Gandhi meeting in 10 Janpath New Delhi) ৷
সূত্রে জানা গিয়েছে, পিকে, সোনিয়া গান্ধি ছাড়াও কমল নাথ, দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, একে অ্যান্টনি, অম্বিকা সোনি এবং রণদীপ সুরজেওয়ালাও হাজির হবেন 10 নম্বর জনপথে ৷ সোনিয়া গান্ধি এবং প্রশান্ত কিশোরের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল 16 এপ্রিল, দ্বিতীয়টি 18 এপ্রিল ৷ এরকম আরও দু'টি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Sonia-PK Meeting on Gujarat Poll : গুজরাতের ভোট নিয়ে সোনিয়ার ডাকা কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর