পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PK Declines Congress Offer : 'হাত' ধরছেন না পিকে, কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন ভোটকুশলী - PK Declined Congress Offer

গত কয়েকদিনে দফায় দফায় দিল্লিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর । দিয়েছেন একাধিক প্রস্তাব । কিন্তু মঙ্গলবার পিকে জানিয়ে দিলেন, তিনি কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরাচ্ছেন (Prashant Kishor Declines Offer To Join Congress)।

Prashant Kishor Not Joining Congress
কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর

By

Published : Apr 26, 2022, 4:25 PM IST

Updated : Apr 26, 2022, 5:40 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল: দীর্ঘ জল্পনার অবসান । কংগ্রেসে যোগ দিচ্ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর । মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এই ঘোষণা করেছেন পিকে (Prashant Kishor Declines Offer To Join Congress) । টুইটে তিনি লিখেছেন, "কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটে তাদের হয়ে দায়িত্ব নেওয়ার যে প্রস্তাব কংগ্রেসের তরফে আমাকে দেওয়া হয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করছি ।" পাশাপাশি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েননি পিকে । টুইটে তিনি লিখেছেন, "আমার বিনীত মতামত, আমার থেকেও এই দলের এখন বেশি প্রয়োজন নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার, যাতে গঠনমূলক সংস্কারের মাধ্যমে দলের গভীরে চলে যাওয়া গঠনগত সমস্যার সমাধান হয় । "

আরও পড়ুন : পিকে-র কংগ্রেস জল্পনার মাঝেই আই-প্যাকের হাত ধরলেন কেসিআর

ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছিল জাতীয় রাজনীতিতে । গত কয়েকদিনে দিল্লিতে দফায় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি-সহ শীর্ষস্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পিকে । তখনই শোনা গিয়েছিল দেশের শতাব্দী প্রাচীন দলটির তরফে তাঁকে কংগ্রেসে যোগ দিতে ও আগামী নির্বাচনগুলির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । এদিন নিজে সেই কথা জানিয়েছেনও পিকে । সূত্রের খবর, গত কয়েকদিনে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য ধরে কংগ্রেসের সাংগঠনিক শক্তির হিসেব কষেছিলেন প্রশান্ত কিশোর, দিয়েছিলেন বেশ কিছু প্রস্তাব । কিন্তু দু'পক্ষের মধ্যে রফাসূত্র মিলছিল না ।

প্রশান্ত কিশোরের তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস । দলের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, প্রশান্ত কিশোরের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ গড়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি । প্রশান্ত কিশোরকে সেই গোষ্ঠীর সদস্য হিসেবে দলে যোগ দেওয়ার ও নির্দিষ্ট দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে কংগ্রেসকে জোট গড়ে লড়ার কথা বলেছিলেন পিকে । কিন্তু রাহুল গান্ধির এই প্রস্তাব পছন্দ হয়নি ।

তেলাঙ্গানার 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেসিআর-এর টিআরএসের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক । যা ভালভাবে নেয়নি কংগ্রেস হাইকমান্ড ৷ সূত্রের খবর, কংগ্রেসকে তেলাঙ্গানায় টিআরএস-এর সঙ্গে জোট বেঁধে লড়ার প্রস্তাব দিয়েছিলেন পিকে । কিন্তু এই প্রস্তাবে আপত্তি ছিল কংগ্রেস নেতৃত্বের । একদিকে তাঁর সংস্থা কংগ্রেসের প্রতিপক্ষ দলের সঙ্গে চুক্তি করছে তাদের ভোট বৈতরণী পার করাতে, অন্যদিকে দলে যোগ দেওয়ার আগে পিকে নিজে কংগ্রেসকে সেই দলের সঙ্গে জোট বাঁধতে বলছেন, এই বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে । তাই এদিন পিকের কংগ্রেসের প্রস্তাব ফেরানোর পিছনে এই চুক্তিও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Apr 26, 2022, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details