পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sharad Pawar: সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় চাইলেন পাওয়ার, এনসিপিতে সংকট অব্যাহত - শরদ পাওয়ার

গত মঙ্গলবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন শরদ পাওয়ার ৷ এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকেই ইস্তফা দেন তিনি ৷ তার পর থেকেই এনসিপি-র অন্দরে শুরু হয়েছে রাজনৈতিক সংকট ৷

Sharad Pawar
Sharad Pawar

By

Published : May 5, 2023, 3:09 PM IST

মুম্বই, 5 এপ্রিল: রাজনীতি থেকে অবসর নিতে চান এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ কিন্তু তাঁর দল তাঁকে ছাড়তে নারাজ ৷ গত মঙ্গলবার এই মারাঠি রাজনীতিক যখন এনসিপি-র জাতীয় সভাপতির পদ ছেড়ে দেওয়ার ঘোষণা করেন, তার পর থেকেই তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বোঝাচ্ছেন দলের নেতারা ৷ ইতিমধ্যে এনসিপি-র কোর কমিটি শরদ পওয়ার ইস্তফা খারিজ করে দিয়েছে ৷ তার পর আরও একবার ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক ৷ এর জন্য তিনি সময় চেয়েছেন বলে খবর ৷ এদিকে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার জানিয়েছেন, তাঁর কাকা আরও দু’দিন সময় চান সিদ্ধান্ত বদল নিয়ে ভেবে দেখার জন্য ৷

ফলে গত কয়েকদিন ধরে পাওয়ারের এই ঘোষণার পর থেকে মহারাষ্ট্রের এনসিপি নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তা কিছুটা হলে স্তিমিত হল শুক্রবার ৷ আগামী সোমবারের মধ্যে শরদ পাওয়ারের রাজনৈতিক অবস্থান স্থির হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ পাওয়ার যদি নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নেন, তখন এনসিপি-র অন্দরের এই পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ কিন্তু তিনি যদি সত্যিই রাজনৈতিক অবসরের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে ? এই প্রশ্নের উত্তর সম্ভবত এখন এনসিপির শীর্ষ নেতৃত্বের কাছেও নেই ৷

মঙ্গলবার শরদ পাওয়ার জানিয়েছিলেন যে এনসিপি-র একটি কমিটি পরবর্তী সভাপতি বেছে নেবে ৷ সেই নিয়েই কোর কমিটি বৈঠক করে ৷ সেখানে শরদ পাওয়ারের ইস্তফা খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপি-র সহ-সভাপতি প্রফুল প্যাটেল ৷ কারণ হিসেবে তিনি জানান, দলের কাউকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন শরদ পাওয়ার ৷

পরবর্তী সভাপতি বাছতে পাওয়ারের ঠিক করে দেওয়া কমিটিতে প্রফুল প্যাটেল ছাড়াও রয়েছেন অজিত পাওয়ার, শরদ-কন্যা সুপ্রিয়া সুলে ৷ পাওয়ার যদি তাঁর সিদ্ধান্ত না ফেরান, তাহলে কমিটির পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তাই মহারাষ্ট্রে এনসিপি-র অন্দরের পরিস্থিতি কোন দিকে এগোয়ে, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:মারাঠি গ্রাম থেকে দিল্লির পাওয়ার করিডর, একনজরে শরদের রাজনৈতিক জীবন

ABOUT THE AUTHOR

...view details