নয়াদিল্লি, 1 জুন: প্রতিবেশী দেশ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড বুধবার চারদিনের ভারত সফরে এসেছেন ৷ এই সফরে তিনি নেপালের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে ৷ কারণ ব্যবসার ক্ষেত্রে নেপালের কাছে ভারত একটি বড় বাজার। নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দিল্লি সফর হল প্রচণ্ডের প্রথম বিদেশ সফর ।
সূত্রের খবর, ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে চায় নেপাল ৷ এই বিষয়টি নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সফরে । কারণ নেপাল ও বাংলাদেশ ভারতকে ট্রানজিট পাওয়ার বাণিজ্যের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে । দ্বিপাক্ষিক আলোচনায় জ্বালানি খাতে কিছু চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে ।
প্রচণ্ড ও মোদির বৈঠক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করবেন প্রচণ্ড । তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাওয়াত্রা-সহ আরও কয়েকজনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, প্রচণ্ড যখন মোদির সঙ্গে দেখা করবেন তখন দুই প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে । প্রচণ্ড এবং মোদি একটি রেলওয়ে ইয়ার্ড এবং দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর লক্ষ্যে প্রসারিত রেল পথ উদ্বোধন করবেন বলেও আশা করা হচ্ছে ।