হায়দরাবাদ, 16 এপ্রিল: নিজের ছোট ভাইকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ, সবার সামনে ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ পালানোর চেষ্টা করলে, ভাইকে রাস্তার পাথর ছুড়ে মারতে থাকে সে ৷ প্রায় তিনঘণ্টা ধরে তিনি ভাইকে মারধর করতে থাকেন বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, বহু লোকের সামনে এই ঘটনা ঘটলেও কেউ সেই সময় তাঁকে আটকাতে আসেননি ৷ পুলিশেও খবর দেওয়া হয়নি ৷ ভাই পারিবারিক জমিতে নিজের ভাগ বিক্রি করতে চাওয়ায় দাদা তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বলে অভিযোগ ৷
তেলাঙ্গানার ওয়ারাঙ্গল শহরের করিমাবাদ উরসু এলাকায় ঘটে এই ঘটনা । নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে, গোবিন্দুলা শ্রীনিবাস, শ্রীধর ও শ্রীকান্ত তিন ভাই । 40 ডিভিশন উরসু তাল্লামান্ডুভা এলাকায় তাঁদের বাড়ি ৷ তিনজনেই 94.16 গজ হারে বাবা-মায়ের বাড়ির জায়গা ভাগ করে নেন । বড় ছেলে শ্রীনিবাস মারা গিয়েছেন । ছোট ভাই শ্রীকান্তের ভাগ নিয়ে ঝগড়া হয় দাদা শ্রীধরের সঙ্গে । তার জেরে শ্রীকান্ত ওয়ারঙ্গলের বাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের জন্য মায়ের সঙ্গে নিজামবাদে চলে যান ।
2019 সালে তিনি সেখানে একটি মেয়ের প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন । করোনার পর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বাড়ির প্লট বিক্রির অর্থ দিয়ে তিনি চিকিৎসা করাতে চেয়েছিলেন । সেই কারণে নিজামবাদ থেকে বাড়ি ফিরে তিনি তাঁর অংশ বিক্রি করার চেষ্টা করেন ৷ ভাই শ্রীধর সেই সময় তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ চলতি মাসের 7 তারিখে মিলস কলোনি থানায় দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীকান্ত ।