ম্য়াঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: বুন্দেলখণ্ডের (Bundelkhand) পুনরাবৃত্তি ঘটল দক্ষিণী রাজ্য কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুতেও (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফর শেষ হওয়ার 10 দিনের মধ্যেই উঠে গেল রাস্তার জোড়াতাপ্পি ! স্থানীয় সূত্রের দাবি, এলাকার রাস্তাগুলির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল ৷ এখানে-সেখানে ছিল ছোট-বড় গর্ত (Potholes on Road) ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি সেইসব রাস্তা মেরামত করা হয় ৷ বুজিয়ে দেওয়া হয় দীর্ঘদিনের মরণফাঁদ ! কিন্তু, মোদির সফর শেষ হতেই আবারও ফিরল পুরনো ছবি !
সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গত 2 সেপ্টেম্বর ম্যাঙ্গালুরুতে এসেছিলেন মোদি ৷ সেই সফরের আগেই ব্যস্ততা বাড়ে শহরের রাস্তায় ৷ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় ৷ রাতারাতি 'ভ্য়ানিশ' হয়ে যায় রাস্তার গর্ত ৷ কিন্তু, ইতিমধ্য়েই পিচের আলগা প্রলেপ উঠে গিয়ে সেইসব গর্ত ফের দেখা দিতে শুরু করেছে ! এর মধ্য়ে ম্যাঙ্গালুরুর কুলুরু সেতুতেও তৈরি হয়েছে খানা-খন্দ ! ফলে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী ও গাড়ির চালকদের ৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ বেহাল রাস্তা ও সেতুর ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷