পশ্চিমবঙ্গ

west bengal

Mangaluru: মোদির সফরের 10 দিনের মধ্যেই উধাও পিচের প্রলেপ ! ম্যাঙ্গালুরুর রাস্তায় মরণফাঁদ

By

Published : Sep 14, 2022, 2:29 PM IST

Updated : Sep 14, 2022, 11:05 PM IST

বুন্দেলখণ্ডের (Bundelkhand) পর কর্নাটকের (Karnataka) ম্য়াঙ্গালুরু (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফরের পর কয়েক দিন যেতে না যেতেই ভাঙল সড়ক ! ছোট-বড় গর্তের (Potholes on Road) জেরে মরণফাঁদ ম্য়াঙ্গালুরুর কুলুরু সেতু ও সংলগ্ন রাস্তা ৷

Potholes on Road in Mangaluru visible again within 10 days of Narendra Modi Visit
Mangaluru: মোদির সফরের 10 দিনের মধ্যেই উধাও পিচের প্রলেপ ! ম্য়াঙ্গালুরুর রাস্তায় মরণফাঁদ

ম্য়াঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: বুন্দেলখণ্ডের (Bundelkhand) পুনরাবৃত্তি ঘটল দক্ষিণী রাজ্য কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুতেও (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফর শেষ হওয়ার 10 দিনের মধ্যেই উঠে গেল রাস্তার জোড়াতাপ্পি ! স্থানীয় সূত্রের দাবি, এলাকার রাস্তাগুলির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল ৷ এখানে-সেখানে ছিল ছোট-বড় গর্ত (Potholes on Road) ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি সেইসব রাস্তা মেরামত করা হয় ৷ বুজিয়ে দেওয়া হয় দীর্ঘদিনের মরণফাঁদ ! কিন্তু, মোদির সফর শেষ হতেই আবারও ফিরল পুরনো ছবি !

সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গত 2 সেপ্টেম্বর ম্যাঙ্গালুরুতে এসেছিলেন মোদি ৷ সেই সফরের আগেই ব্যস্ততা বাড়ে শহরের রাস্তায় ৷ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় ৷ রাতারাতি 'ভ্য়ানিশ' হয়ে যায় রাস্তার গর্ত ৷ কিন্তু, ইতিমধ্য়েই পিচের আলগা প্রলেপ উঠে গিয়ে সেইসব গর্ত ফের দেখা দিতে শুরু করেছে ! এর মধ্য়ে ম্যাঙ্গালুরুর কুলুরু সেতুতেও তৈরি হয়েছে খানা-খন্দ ! ফলে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী ও গাড়ির চালকদের ৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ বেহাল রাস্তা ও সেতুর ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে বিজেপি-তে 'মিশে' গেলেন গোয়ার আট বিধায়ক !

গত জুলাই মাসে প্রায় একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্য়ে অবস্থিত বুন্দেলখণ্ডে ৷ চলতি বছরের 16 জুলাই রীতিমতো ধুমধাম করে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন ঝাঁ-চকচকে রাস্তা পাওয়ার জন্য আমজনতাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, এর কয়েক দিন পরই শুরু হয় ভারী বৃষ্টি ৷ তাতে 296 কিলোমিটার দীর্ঘ রাস্তার নানা জায়গায় পিচের প্রলেপ উঠে গিয়ে তৈরি হয় বেহাল দশা ৷

বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের সেই ঘটনা সামনেই আসতেই গেরুয়া শিবিরের সমালোচনায় সরব হয় বিরোধীরা ৷ এ নিয়ে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ টুইটে মোদির ভাষণের ভিডিয়ো পোস্ট করে কটাক্ষ করা হয় উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের তরফে ৷ এমনকী, এ নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধিও !

Last Updated : Sep 14, 2022, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details