পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pavel Antov: অভ্যন্তরীণ আঘাতেই মৃত্যু পুতিনের সমালোচকের, দাবি ময়নাতদন্তের রিপোর্টে - ভ্লাদিমির পুতিন

অভ্যন্তরীণ আঘাতের (Internal Injuries) জেরেই মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অন্যতম সমালোচক পাভেল আন্তভের (Pavel Antov) ৷ ময়নাতদন্তের রিপোর্টে (Postmortem Report) এমনটাই দাবি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে সিআইডি ৷

Postmortem Report says Vladimir Putin critic Pavel Antov died of Internal Injuries
ফাইল ছবি ৷

By

Published : Dec 28, 2022, 1:54 PM IST

Updated : Dec 28, 2022, 6:42 PM IST

ভুবনেশ্বর, 28 ডিসেম্বর:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অন্যতম সমালোচক পাভেল আন্তভের (Pavel Antov) মৃত্যু নিয়ে রহস্য আরও বাড়ল ৷ বুধবার যে তথ্য সামনে এসেছে, তা চিন্তা বাড়াচ্ছে তদন্তকারীদের ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে (Postmortem Report) দাবি করা হয়েছে, শরীরের অভ্যন্তরে গুরুতর আঘাত (Internal Injuries) পেয়েছিলেন পাভেল ৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷ সেই আঘাতের প্রকৃত কারণ জানতে চাইছেন গোয়েন্দারা ৷ চলছে তদন্ত ৷ অন্যদিকে, পাভেল আন্তভের সফরসঙ্গী ভ্লাদিমির বাইদেনভ যে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে ৷ তবুও, এভাবে হঠাৎ হৃদরোগে কেন আক্রান্ত হলেন তিনি, তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা ছিল, নাকি এর পিছনেও রয়েছে কোনও রহস্য রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা ৷

উল্লেখ্য, মঙ্গলবারই ভারতে ভ্রমণরত দুই রুশ নাগরিকের মৃত্যুর খবর সামনে আসে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মৃতরা রুশ পর্যটক ৷ তাঁদের মধ্যে একজন রীতিমতো প্রভাবশালী এবং তার থেকেও বড় কথা, তিনি পুতিনের সমালোচক ৷ এমন একজন ব্যক্তিত্ব ও তাঁরই এক সফরসঙ্গীর আকস্মিক মৃত্যুতে স্বভাবতই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ ঘটনাটি ঘটে ওডিশার (Odisha) রায়গড় (Rayagada) জেলায় ৷

আরও পড়ুন:পুতিনের সমালোচক রাশিয়ান সাংসদ পাভেল আন্তভের রহস্যমৃত্যু ওড়িশায়

এই ঘটনার পর ডিজিপি সুনীল কুমার বনসল সিআইডিকে ঘটনার তদন্তভার দেন ৷ প্রাথমিকভাবে দু'টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয় ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই রায়গড়ের একটি হোটেলের ঘরের মেঝে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ভ্লাদিমির বাইদেনভকে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে রায়গড়ের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর রুশ দূতাবাসের সম্মতি নিয়ে ভ্লাদিমিরকে ভারতেই সমাধি দেওয়া হয় ৷

এর দিন দু'য়েক পর ওই একই হোটেলের সামনে থেকে পাভেল আন্তভের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় ৷ সূত্রের দাবি, হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর ! তবে, এই দাবি কতটা সত্যি, তা খতিয়ে দেখছে সিআইডি ৷ আর যদি এই দাবি সত্যিও হয়, তাহলেও প্রশ্ন ওঠে আন্তভ ছাদ থেকে নিজেই ঝাঁপ দিয়েছিলন, নাকি অসাবধনতাবশত নীচে পড়ে গিয়েছিলেন, নাকি তাঁকে খুন করা হয়েছে ! এমনই হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে ওডিশা সিআইডি ৷ সূত্রের দাবি, আসলে ভারতে বেড়াতে এসে দুই রুশ নাগরিকের এমন মৃত্যুতে কিছুটা অবাক হয়েছেন তদন্তকারীরাও ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কোনও অপরাধের প্রমাণ পাননি তাঁরা ৷

Last Updated : Dec 28, 2022, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details