ভুবনেশ্বর, 28 ডিসেম্বর:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অন্যতম সমালোচক পাভেল আন্তভের (Pavel Antov) মৃত্যু নিয়ে রহস্য আরও বাড়ল ৷ বুধবার যে তথ্য সামনে এসেছে, তা চিন্তা বাড়াচ্ছে তদন্তকারীদের ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে (Postmortem Report) দাবি করা হয়েছে, শরীরের অভ্যন্তরে গুরুতর আঘাত (Internal Injuries) পেয়েছিলেন পাভেল ৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷ সেই আঘাতের প্রকৃত কারণ জানতে চাইছেন গোয়েন্দারা ৷ চলছে তদন্ত ৷ অন্যদিকে, পাভেল আন্তভের সফরসঙ্গী ভ্লাদিমির বাইদেনভ যে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে ৷ তবুও, এভাবে হঠাৎ হৃদরোগে কেন আক্রান্ত হলেন তিনি, তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা ছিল, নাকি এর পিছনেও রয়েছে কোনও রহস্য রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা ৷
উল্লেখ্য, মঙ্গলবারই ভারতে ভ্রমণরত দুই রুশ নাগরিকের মৃত্যুর খবর সামনে আসে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মৃতরা রুশ পর্যটক ৷ তাঁদের মধ্যে একজন রীতিমতো প্রভাবশালী এবং তার থেকেও বড় কথা, তিনি পুতিনের সমালোচক ৷ এমন একজন ব্যক্তিত্ব ও তাঁরই এক সফরসঙ্গীর আকস্মিক মৃত্যুতে স্বভাবতই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ ঘটনাটি ঘটে ওডিশার (Odisha) রায়গড় (Rayagada) জেলায় ৷