পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Diabetes Day: বিনামূল্যে ইনসুলিন দুঃস্থ রোগীদের, মধুমেহ দিবসে নয়া পরিষেবা শুরু দিল্লি এইমসে - ডায়াবেটিস দিবস

বিশ্ব মধুমেহ দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে দিল্লির এইমস হাসপাতালে রোগীদের বিনামূল্যে ইনসুলিন ইনঞ্জেকশন প্রদান শুরু হয়েছে ৷ এরফলে উপকৃত হবেন, গরিব রোগীরা ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 9:19 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর:14 নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস (World Diabetes Day) ৷ আর এই দিন থেকেই ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়া শুরু হল দিল্লির এইমস হাসপাতালে ৷ মঙ্গলবার এই বিশেষ স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস ৷ অর্থের অভাবে যাঁরা দামি ইনসুলিন ইনঞ্জেকশন কিনতে পারেন তা, তাঁদের কথা মাথায় রেখে বিনামূল্যে এই ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইমস ৷ এরফলে যাঁদের নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, তাঁদের সুবিধা হবে ৷

দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে, বহির্বিভাগের চিকৎসকরা প্রেসক্রিপশনে লিখে দিলে, রোগীদের বিনামূল্যে এই ইঞ্জেকশন দেওয়া হবে ৷ এরজন্য এইমসের অমৃত ফার্মাসিতে দুটি নতুন সুবিধাকেন্দ্রের সূচনা করা হয়েছে ৷ হাসপাতালের ওপিডি চত্বরে এই কেন্দ্রগুলি খোলা হয়েছে ৷ আরও জানা গিয়েছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন এই সুবিধাকেন্দ্রগুলিতে প্রেসক্রিপশন দেখিয়ে বিনামূল্যে ইনসুলিন ইঞ্জেকশন নিতে পারবেন রোগীরা ৷ রোগীদের সুবিধার্থে এই সুবিধা কেন্দ্রগুলিতে হিন্দি ও ইংরেজিতে যাবতীয় তথ্য দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে ৷

একইসঙ্গে এই ইনসুলিন ইঞ্জেকশনগুলিকে কীভাবে রাখতে হবে সেই বিষয়েও পরামর্শ দেওয়া পাওয়া যাবে এই সুবিধা কেন্দ্রগুলি থেকে ৷ অনেক ক্ষেত্রেই দূর দূরান্ত থেকে ডায়াবেটিক রোগীরা এইমসে আসেন এই ইঞ্জেকশন নিতে ৷ এখানে থেকে ইঞ্জেকশন নিয়ে বাড়িতেও যান ৷ তাই কীভাবে এই ইঞ্জেকশনগুলিকে স্টোরেজ করে রাখতে হবে, সেই পরামর্শও দেওয়া হচ্ছে দিল্লি এিমসের এই সুবিধা কেন্দ্রগুলি থেকে ৷ শুরুতে এখান থেকে রোগীদের একমাসের জন্য প্রয়োজনীয় ইনসুলিন দেওয়া হবে ৷ পরে তা বাড়িয়ে তিন মাস করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ঋতুর সঙ্গে তাল মিলিয়ে শরীরে বাড়ে ডায়াবেটিস, কী বলছেন চিকিৎসকরা ?
  2. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থেকে হিমোগ্লোবিন বৃদ্ধি, কিশমিশের জলেরও বহুগুণ

ABOUT THE AUTHOR

...view details