নয়াদিল্লি, 10 ডিসেম্বর : শুক্রবারেও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল 7.40 মিনিট নাগাদ সর্বোপরি দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল 293, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ (Poor Air Quality in Delhi) ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ ৷ সেই সঙ্গে এনসিআর অঞ্চলের নয়ডা এবং গুরগাওঁ এলাকায় বায়ু দূষণের মাত্রা আরও বেড়েছে ৷
শুক্রবার সকালে নয়ডার এয়ার কোয়ালিটি ইনডেক্স 306 ছিল, যা অত্যন্ত খারাপের পর্যায়ে পড়ছে ৷ গুরগাওঁ-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স 249 পয়েন্ট ছিল (AQI of Gurugram and Noida deteriorate) ৷ প্রসঙ্গত, বাতাসের দূষণের মাত্রা শূন্য থেকে 50-এর মধ্যে থাকলে, সেই পরিস্থিতিতে ভাল হিসেবে ধরা হয় ৷ দূষমের মাত্রা 51 থেকে 100-র মধ্যে হলে সন্তোষজনক পরিস্থিতি, 101 থেকে 200-র মধ্যে হলে মডারেট বা আশঙ্কাজনক ৷ 201 থেকে 300-র মধ্যে বাতাসের দূষণের মাত্রা পৌঁছে গেলে পরিস্থিতি খারাপ বলে ধরা হয় ৷ 301 থেকে 400 খুব খারাপ এবং দূষণের মাত্রা 401 থেকে 500 বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় ৷
আরও পড়ুন :Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের