পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 19, 2023, 2:53 PM IST

ETV Bharat / bharat

Notice to Pondicherry University VC: অবসরের তিন বছর পরও দিল্লি ভার্সিটির আবাসন ছাড়েননি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অবসরের তিন বছর পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সরকারি আবাসন ছাড়েননি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের (Pondicherry University VC) উপাচার্য গুরমিত সিং (Notice to Pondicherry University VC)৷ এমনকী তাঁর বকেয়া রয়েছে 23 লক্ষ টাকা ৷

Delhi University ETV Bharat
দিল্লি বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার তিন বছর পরেও সেখানকার সরকারি আবাসনের দখল ছাড়েননি গুরমিত সিং (Notice to Pondicherry University VC)৷ যিনি বর্তমানে পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ শুধু তাই নয়, সরকারি নথি বলছে যে, তাঁর থেকে 23 লক্ষ টাকা পায় দিল্লি বিশ্ববিদ্যালয় ৷

আবাসান না ছাড়ার কারণ: আবাসন না ছাড়ার কারণ প্রাথমিক ভাবে কোভিডের জন্য হওয়া লকডাউন ছিল বলে দাবি গুরমিত সিং-এর ৷ তবে পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বকেয়া ভুল গণনার পাশাপাশি মেয়াদ শেষের আগে হাতে কম সময় থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অন্যায্য আচরণ করেছে এবং তাঁর অবসরের সময় প্রাপ্ত অর্থের 50 লক্ষ টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন গুরমিত সিং ।

গুরমিত সিং-কে নোটিশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের: এ বিষয়ে গত সপ্তাহে সিংকে সর্বশেষ নোটিশ পাঠিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ তাঁকে উত্তর ক্যাম্পাসের ক্যাভালরি লাইনের 'টাইপ 5′ বাংলোটি খালি করতে বলা হয় ৷ নইলে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার মতো নানা পদক্ষেপ বিশ্ববিদ্যালয় করবে বলে জানানো হয়েছে ৷ এই নিয়ে তাঁকে একই বিষয়ে নবম নোটিশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:'বিশ্বভারতীর উপাচার্য তো মোদির বাড়ির চাকর', কটাক্ষ উদয়নের

তারা বিক্ষপ্তিতে জানিয়েছে, "আপনি বিশ্ববিদ্যালয়ের বাসস্থান খালি করেননি এবং আপনি ক্ষতিপূরণ বাবদ স্বাভাবিক লাইসেন্স ফির 50 গুণ হারে চার্জ ও জলের চার্জের বকেয়া শোধ করেননি । ভারত সরকারের নিয়ম অবসরের পরে ছয় মাসের বেশি থাকার অনুমতি দেয় না ৷ এ ছাড়াও আপনি 2 বছর এবং 9 মাসেরও বেশি সময় ধরে দণ্ডনীয় ভাড়া পরিশোধ না করেও বেশি সময় ধরে অবস্থান করেছেন । এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে ৷" দিল্লি বিশ্ববিদ্যালয় দাবি করেছে যে, উপাচার্যের 23.70 লক্ষ টাকা জরিমানা ভাড়া এবং জলের চার্জ বকেয়া রয়েছে ৷

পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সরকার আবাসন নেন গুরমিত সিং: করোশন কেমিস্ট্রি এবং ন্যানোফিল্ম ডিপোজিশনের স্বনামধন্য বিশেষজ্ঞ গুরমিত সিং ৷ 2017 সালে তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন । গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করা হয়েছিল । তিনি তামিলনাড়ুর গান্ধিগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন । তিনি 2019 সালের অক্টোবরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন এবং 2020 সালের এপ্রিলের মধ্যে তাঁর সরকারি বাসস্থান খালি করার কথা ছিল । তিনি পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়েও সরকারি আবাসন নিয়েছেন বলে জানিয়েছেন গুরমিত সিং ৷

ABOUT THE AUTHOR

...view details