লখনউ, 27 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Elections 2022) পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে ৷ সকাল 7টা থেকে 61টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ (Polling in Up for Fifth Phase) শুরু হয়েছে ৷
রবিবার 12টি জেলায় চলছে ভোটগ্রহণ (UP fifth phase polling)৷ অযোধ্যা, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বি, প্রয়াগরাজ, বারাবাকি, বাহরাইচ, শ্রাবস্তী, গোন্ডা, আমেথি ও রায়বরেলিতে সকাল থেকেই চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন (Polling begins for fifth phase of UP Assembly Elections) ৷
পঞ্চম দফার ভোটে প্রায় 2.24 কোটি মানুষ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, কংগ্রেস পরিষদীয় দলের নেতা আরাধনা মিশ্র-সহ আরও অন্যান্য প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৷ ভোট চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷