নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর:বুধবার নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বসতে চলেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক ৷ গত মাসে মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে গঠিত হয় 18 সদস্যের এই সমন্বয় কমিটি ৷ সিপিএম অবশ্য এই কমিটিতে তাদের তরফে কে থাকবে, তা পরে জানাবে বলেছে ৷ সংবাদসংস্থা জানিয়েছে, এই বৈঠকে বিরোধী দলগুলি আসন ভাগাভাগি ও লোকসভার ভোটের আগে থেকেই কীভাবে প্রচার শুরু করা যায় সেই বিষয়ে আলোচনা করবে ৷ তবে ইডি তলব করায়, তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকালের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ৷
2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধীরা যত বেশি সম্ভব আসনে একের বিরুদ্ধে একজোট প্রার্থী দিতে চাইছে ৷ বিষয়টি নিয়ে বিরোধী জোটের 28টি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ নিজস্ব ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থে এক্ষেত্রে আসন ভাগাভাগির ফরমুলায় পৌঁছতে চাইছে বিরোধী দলগুলি ৷ তবে এই আসনরফার ক্ষেত্রে কোন মাপকাঠি ধরে এগোনো হবে, তা এখনও ঠিক হয়নি ৷ হতে পারে দলগুলি সাস্প্রতিক নির্বাচনের ফলফলের উপর নির্ভর করে এই আসন ভাগাভাগিতে যেতে পারে ৷ এই বিষয়টি বুধবারের বৈঠকে ঠিক হতে পারে ৷