নয়াদিল্লি, 19 জুলাই : বিগত প্রায় চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে পেগাসাস ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতির অলিন্দ ৷ অভিযোগ, ফোনে আড়ি পাতা হচ্ছে একাধিক রাজনৈতিক নেতার ৷ তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতার ৷ সবার ফোন নাকি ট্যাপ করা হয়েছে ৷ এবার সেই তালিকায় যোগ হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের নামও ৷ পিকের ফোনেও আড়ি পাতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷
একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পেগাসাসের নিশানায় ছিলেন ৷ অভিষেক বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মমতা জাতীয় স্তরে দলের যে ঘুঁটি সাজাতে শুরু করেছেন, তা মূলত অভিষেককে সামনে রেখেই করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ এই পরিস্থিতিতে আজ পেগাসাসের সম্ভব্য নিশানার নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রিপোর্টে বলা হচ্ছে, ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতা হয়েছে ৷
পেগাসাসের নিশানার যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে রাহুল গান্ধির দুটি মোবাইল নম্বর রয়েছে ৷ বাদ নেই মোদির টিমও ৷ নরেন্দ্র মোদির মন্ত্রিসভার অন্তত পক্ষে দু'জন মন্ত্রীর নাম রয়েছে তালিকায় ৷ তাঁদের মধ্যে একজন অশ্বিনী বৈষ্ণব, যিনি সদ্য রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ৷ এছাড়া মোদির ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের নামও রয়েছে ৷ প্যাটেলের ঘনিষ্ঠ 18 জনের মোবাইলে আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে তালিকায় দেখা যাচ্ছে ৷