পটনা (বিহার), 28 নভেম্বর: ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Poll Strategist Prashant Kishor) নিশানায় এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) ৷ সোমবার তিনি দাবি করেছেন, নীতীশ তাঁকে রোজই ফোন করেন আর তাঁকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান ৷ বিহারে জন সুরজ আন্দোলন করছেন প্রশান্ত কিশোর ৷ দেড় বছর ধরে বিহারজুড়ে (Bihar) পদযাত্রা করার কর্মসূচি নিয়েছেন তিনি ৷ সোমবার সেই কর্মসূচির মাঝেই নীতীশ কুমারকে নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷
পিকে (PK) বলেন, ‘‘যদি আমি চাই নীতীশ কুমারের সঙ্গে কাজ করতে, তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না ৷ তিনি আমাকে রোজ ফোন করেন ৷ তিনি আমাকে জন সুরজ যাত্রার শুরুতে ফোন করেছিলেন ৷ তিনি দিল্লিতে আমাকে ডেকেছিলেন ৷ আমার বিহারের রাজনীতিতে (Bihar Politics) যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই ৷ এমনকী, নাক গলানোরও ইচ্ছে নেই ৷ আমি যদি মন্ত্রী হতে চাইতাম, তাহলে 2015 তেই মন্ত্রী হতে পারতাম ৷’’ একই সঙ্গে জানিয়েছেন, বিহারে 10 লক্ষ চাকরি দিলে তিনি তাঁর পদযাত্রার কর্মসূচি প্রত্যাহার করবেন ৷
অন্যদিকে তিনি অভিযোগ করেন, নীতীশের আমলে বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছেছে ৷ পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ বিহারের মুখ্যমন্ত্রী কোনও গ্রামে নিরাপত্তারক্ষী ছাড়া যেতে পারবেন না ৷ গ্রামে গ্রামে ঘুরেই তাঁর এই অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেছেন পিকে ৷ তাঁর আরও দাবি, বিহারে টাকা ছাড়া কোনও কাজ হচ্ছে না ৷ লালুর (Lalu Prasad Yadav) সময়ে যেমন অপরাধীদের জঙ্গল রাজ তৈরি হয়েছিল, তেমনই নীতীশের আমলে আধিকারিকদের জঙ্গল রাজ তৈরি হয়েছে ৷