পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PK Slams Nitish: রোজই একসঙ্গে কাজ করার বার্তা দেন নীতীশ, দাবি ভোটকুশলী পিকে-র

বিহারে জন সুরজ যাত্রায় অংশ নিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) ৷ সোমবার সেই যাত্রা থেকেই তিনি তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) বিরুদ্ধে ৷ কী বললেন পিকে ? লিখেছেন ইটিভি ভারতের অমিত ভেলারি ৷

Poll Strategist Prashant Kishor says Bihar CM Nitish Kumar Calls Him Everyday
PK Slams Nitish: রোজই একসঙ্গে কাজ করার বার্তা দেন নীতীশ, দাবি ভোটকুশলী পিকে-র

By

Published : Nov 28, 2022, 6:42 PM IST

পটনা (বিহার), 28 নভেম্বর: ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Poll Strategist Prashant Kishor) নিশানায় এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) ৷ সোমবার তিনি দাবি করেছেন, নীতীশ তাঁকে রোজই ফোন করেন আর তাঁকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান ৷ বিহারে জন সুরজ আন্দোলন করছেন প্রশান্ত কিশোর ৷ দেড় বছর ধরে বিহারজুড়ে (Bihar) পদযাত্রা করার কর্মসূচি নিয়েছেন তিনি ৷ সোমবার সেই কর্মসূচির মাঝেই নীতীশ কুমারকে নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

পিকে (PK) বলেন, ‘‘যদি আমি চাই নীতীশ কুমারের সঙ্গে কাজ করতে, তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না ৷ তিনি আমাকে রোজ ফোন করেন ৷ তিনি আমাকে জন সুরজ যাত্রার শুরুতে ফোন করেছিলেন ৷ তিনি দিল্লিতে আমাকে ডেকেছিলেন ৷ আমার বিহারের রাজনীতিতে (Bihar Politics) যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই ৷ এমনকী, নাক গলানোরও ইচ্ছে নেই ৷ আমি যদি মন্ত্রী হতে চাইতাম, তাহলে 2015 তেই মন্ত্রী হতে পারতাম ৷’’ একই সঙ্গে জানিয়েছেন, বিহারে 10 লক্ষ চাকরি দিলে তিনি তাঁর পদযাত্রার কর্মসূচি প্রত্যাহার করবেন ৷

অন্যদিকে তিনি অভিযোগ করেন, নীতীশের আমলে বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছেছে ৷ পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ বিহারের মুখ্যমন্ত্রী কোনও গ্রামে নিরাপত্তারক্ষী ছাড়া যেতে পারবেন না ৷ গ্রামে গ্রামে ঘুরেই তাঁর এই অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেছেন পিকে ৷ তাঁর আরও দাবি, বিহারে টাকা ছাড়া কোনও কাজ হচ্ছে না ৷ লালুর (Lalu Prasad Yadav) সময়ে যেমন অপরাধীদের জঙ্গল রাজ তৈরি হয়েছিল, তেমনই নীতীশের আমলে আধিকারিকদের জঙ্গল রাজ তৈরি হয়েছে ৷

নীতীশের রাজনৈতিক অবস্থান নিয়েও তোপ দেগেছেন পিকে ৷ তাঁর কথায়, বিজেপির সঙ্গে থাকাকালীন তিনি বিহারের বিশেষ মর্যাদা নিয়ে সরব হননি ৷ এখন বিজেপি (BJP) থেকে আলাদা হতেই এই দাবি তুলেছেন ৷ এমনকী, কেন্দ্র থেকে টাকা আনতেও বিহার সরকার ব্যর্থ ৷ কেন্দ্র একশো দিনের কাজে বিহারকে 10 হাজার কোটি প্রতি বছর দেয় ৷ কিন্তু বিহার সরকার এর মাত্র 40 শতাংশ নেয় ৷ এর সঙ্গে বিহারের বিশেষ মর্যাদার কোনও সম্পর্কই নেই ৷

এছাড়া আরও একাধিক ইস্যুতে তিনি আক্রমণ শানিয়েছেন নীতীশের বিরুদ্ধে ৷ কিন্তু এখনও এই নিয়ে নীতীশ কুমার বা তাঁর দল সংযুক্ত জনতা দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ফলে তাদের তরফে প্রশান্ত কিশোরকে পালটা কী জবাব দেওয়া হয়, এখন সেটাই দেখার !

আরও পড়ুন:নির্বাচনে দাঁড়াবেন না, জল্পনা উড়িয়ে সাফ জানালেন প্রশান্ত কিশোর

ABOUT THE AUTHOR

...view details