পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi celebrates BJP win: 'গণতন্ত্র জিতেছে', উত্তর-পূর্বে পদ্ম ফুটিয়ে কর্মীদের অভিনন্দন মোদির

ত্রিপুরা-নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরেছে বিজেপি । মেঘালয় ত্রিশঙ্কু হলেও বিজেপির ভোট শতাংশ বা আসন, দুই'ই তারা ধরে রেখেছে । ফলে আনন্দের মেজাজ বিজেপির সদর দফতরে । টুইটে কর্মীদের অভিনন্দন জানালে নরেন্দ্র মোদিও (Narendra Modi celebrates BJP win in North-East States)।

Etv Bharat
উত্তর-পূর্বে পদ্ম ফুটিয়ে কর্মীদের অভিনন্দন মোদির

By

Published : Mar 2, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড । তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে । একই সঙ্গে 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করেই জাতীয় রাজনীতির মূলস্রোতে তীব্রভাবে ঢুকে পড়েছে উত্তর-পূর্বের এই তিন রাজ্য (Narendra Modi celebrates BJP win in North-East States) ।

ত্রিপুরায় আসন সংখ্যা কমলেও ক্ষমতায় ফিরেছে বিজেপি । মেঘালয় ত্রিশঙ্কু হলেও নাগাল্যান্ডেও ফিরেছে বিজেপি-জোট । উত্তর-পূর্বাঞ্চলে ক্রমশ গুরুত্ব বাড়াচ্ছে বিজেপি । 2014 সালের মোদি-ঝড় খানিক স্তিমিত হলেও 2024 লোকসভা ভোটের আগে গেরুয়াশিবিরের কাছে এই ফল যথেষ্ট আশাব্যঞ্জক । যার রেশ দলের প্রধান কাণ্ডারি নরেন্দ্র মোদির গলাতেও । তিনি বলেন, "উত্তর-পূর্বের লোকেরা বুঝতে পেরেছে যে তাদের উপেক্ষা করা হয় না । বিজেপি শাসনে তাদের সমান গুরুত্ব দেওয়া হয় । আমি খুশি যে আমরা তাদের হৃদয়ে জায়গা পেয়েছি ।"

প্রধানমন্ত্রী কথায়, উত্তর-পূর্বের তিন রাজ্যে নির্বাচনের ফলাফলগুলি যেভাবে হাইলাইট করা হয়েছে, তা দেখিয়ে দিয়েছে রাজ্যগুলি 'দিল্লি' বা 'দিল' (হৃদয়) থেকে দূরে নয় । মোদি বলেন, "সংখ্যালঘুদের কয়েক বছর ধরে বিজেপি সম্পর্কে ভয় দেখানো হচ্ছিল । কিন্তু নাগরিকরা আসল ঘটনা ধরে ফেলেছেন । কংগ্রেস উত্তর-পূর্ব রাজ্যগুলিকে উপেক্ষা করেছিল । কারণ ওরা ভেবেছিল ছোট রাজ্যগুলি গুরুত্বপূর্ণ নয় । বিজেপি সবাইকে সমান গুরুত্ব দেয় ।"

ভাষণে বিজেপির শাসনকালে মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের কথাও তুলে ধরেন মোদি । তিনি জানান, প্রাক-বিজেপিকালে দেশ মহিলাদের জন্য নিরাপদ ছিল না । বিজেপি এসে চিত্রটা বদলে দিয়েছে । কিছু লোক বলেছে 'মর জা মোদি, মর জা মোদি' (মোদি মরে যাও)। কিন্তু দেশ বলছে মত যা মোদি (মোদি যাস না) ৷ যাকে দেশ রাখে, তাঁকে বিরোধীরা কী করবে । পদ্ম ফুটেছে এবং ভারত জুড়ে ফুটতে থাকবে ।

আরও পড়ুন: ত্রিপুরা জয়ে উৎসব বাংলার মুরলিধরে ! চলল দেদার নাচ, মিষ্টি বিতরণ

ত্রিপুরায় ফের ক্ষমতায় এসেছে বিজেপি । মোদি বলেন, পদ্মশিবিরের জয় হল অগ্রগতি এবং স্থিতিশীলতার জয় । রাজ্যে সরকার প্রবৃদ্ধির গতিকে আরও বাড়িয়ে তুলবে । একই সঙ্গে তৃণমূল স্তরে প্রচার চালানো, জনগণের সমস্যা বোঝার চেষ্টা করায় কর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি । অন্যদিকে এনডিপিপি-বিজেপি জোট নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রেখেছে । প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে । আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করি ।"

মেঘালয় নির্বাচন নিয়ে তিনি বলেন, "যারা বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ । আমরা মেঘালয়ের উন্নয়নের গতিপথ বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করব এবং রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব । তারা যে প্রচেষ্টা চালিয়েছে তার জন্য আমি আমাদের দলের কর্মীদেরও ধন্যবাদ জানাই ।"

ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রায় 39 শতাংশ ভোট পেয়ে 32টি আসন জিতেছে । বিজেপি 2018 সালের আগে ত্রিপুরায় একটিও আসন জেতেনি, গত নির্বাচনে আইপিএফটি'র সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল পদ্মশিবির । গতবারের থেকে 4টি আসন কমলেও ত্রিপুরায় শক্তি কমার আশঙ্কা দেখছে না গেরুয়াশিবির ।

আরও পড়ুন: মেঘালয়ের মানুষকে ধন্যবাদ, নির্বাচন কমিশনার নিয়োগে 'সুপ্রিম' নির্দেশকে স্বাগত মমতার

নাগাল্যান্ডে, বিজেপি 12টি আসন পেয়েছে । ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) 25টি আসন জিতেছে এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) 7টি আসন পেয়েছে । ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) 5টি আসনে জয়ী হয়েছে । নাগা পিপলস ফ্রন্ট, লোক জনশক্তি পার্টি এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া 2টি করে আসন জিতেছে । নীতীশ কুমারের জনতা দল পেয়েছে 1টি আসন ।

অন্যদিকে মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) 26টি আসন, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) 11টি আসন এবং তৃণমূল কংগ্রেস 5টি আসন পেয়েছে । বিজেপি, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি 2টি করে আসন পেয়েছে । কংগ্রেস 5টি আসন পেয়েছে এবং ভয়েস অফ পিপল পার্টি 4টি আসন পেয়েছে । 2টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন । যদিও গতবার 2টি আসন জিতেছিল বিজেপি, এবারও সেই সংখ্যাই তারা ধরে রেখেছে । ভোট শতাংশের হিসেবেও খুব বেশি ভোট কমেনি পদ্মশিবিরের । গতবারের 9.6% এবার এসে দাঁড়িয়েছে 9.3%-এ ।

ABOUT THE AUTHOR

...view details