ভোপাল, 6 সেপ্টেম্বর: দেশের নির্বাচন কমিশন সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব (আরপি) আইনের আওতায় থেকে কাজ করতে প্রস্তুত ৷ বুধবার 'এক দেশ, এক ভোট' নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একইসঙ্গে, কার্যত জল্পনা উসকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রয়োজনে সংসদের মেয়াদ শেষের ছ'মাস আগেও নির্বাচন ঘোষণা করা হতে পারে ৷
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নির্বাচনী প্রস্তুতি নিয়ে এদিন ভোপালে রাজনৈতিক দল এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের শীর্ষ কর্তারা ৷ ওই রাজ্যে নভেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আগামী 5 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে এদিন জানান রাজীব কুমার। রাজ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার রয়েছেন ৷ আর সেখানেই 'এক দেশ, এক ভোট' নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "নির্ধারিত সময়ের আগে নির্বাচন করাতে হলে, নির্বাচন কমিশনকে সংবিধান মেনে এবং জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী করতে হবে। আইনের বিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর স্থায়ী হয়। কমিশন এই সময় শেষ হওয়ার ছয় মাস আগেও সাধারণ নির্বাচন ঘোষণা করতে পারে।"
বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম বলেও জানান তিনি। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "কমিশন আইনি বিধান অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুত এবং বাধ্য।" কেন্দ্র গত সপ্তাহে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে ৷ লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির একযোগে নির্বাচনের সম্ভাব্যতা বিচার করবে এই কমিটি ৷