পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি দেয় কংগ্রেস, মমতা থাকাকালীনই গোয়ায় বার্তা রাহুলের

তবে রাহুল চেষ্টা করলেও, গোয়ায় কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়ে ধন্দ রয়েছে দলেই ৷ কারণ তৃণমূলের মতো আঞ্চলিক দল যেখানে ভোটের প্রস্তুতি তু্ঙ্গে নিয়ে যেতে পেরেছে, তুলনায় কংগ্রেস এখনও স্তিমিত ৷

poll assurances of Congress is not just commitment, but guarantee, says Rahul Gandhi in Goa
মমতার উপস্থিতিতেই গোয়ায় রাহুলের

By

Published : Oct 30, 2021, 3:11 PM IST

পানাজি, 30 অক্টোবর: এক বিজেপিতে রক্ষে ছিল না । এখন আবার তৃণমূলকে নিয়েও চিন্তা । বিধানসভা নির্বাচনের আগে তাই গোয়ায় প্রতিরোধ গড়ে তুলতে কার্যত হিমশিম খাচ্ছে কংগ্রেস । এমন পরিস্থিতিতে দল সামলাতে নেমে পড়লেন রাহুল গান্ধি । জানিয়ে দিলেন, ক্ষমতায় আসার জন্য শুধু প্রতিশ্রুতি দেয় না কংগ্রেস, বরং গ্যারান্টি দেয় ।

শনিবার রাজ্যের দক্ষিণে মৎস্যজীবীদের নিয়ে বিশেষ সভায় যোগ দিয়েছিলেন রাহুল । সেখানে তিনি বলেন, ‘‘এখানে না আপনাদের সময় নষ্ট করতে এসেছি আমি, না নিজের ৷ আপনাদের মতো আমার কাছেও সময় খুব মূল্যবান ৷ ভোটের আগে ইস্তাহারে যে প্রতিশ্রুতি থাকবে আপনাদের জন্য, তা শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের তরফ থেকে গ্যারান্টি ৷ আমার কাছে বিশ্বাসযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ ৷ অন্যদের মতো নয়, যদি কিছু বলি, তা করেও দেখাব ৷’’

আরও পড়ুন:Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

ঘটনাচক্রে রাহুলের পাশাপাশি এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল ৷ তাই প্রচার চালাচ্ছেন ৷ তবে বিজেপিকে ক্ষমতাচ্যূত করার লক্ষ্য নিয়ে নামলে, কংগ্রেসকেও ছেড়ে কথা বলছেন না মমতা ৷ ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’-র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ৷ তার জন্যই বিজেপি এবং নরেন্দ্র মোদীর ক্ষমতা বাড়ছে বলে অভিযোগ করেন তিনি ৷

তৃণমূল নেত্রীর মন্তব্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, রাহুলের সাফ বক্তব্য, ‘‘কংগ্রেস এবং বিজেপির মধ্যে কী পার্থক্য, তা আজ স্পষ্ট করে দিতে চাই ৷ সকলকে একজোট করে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বাসী কংগ্রেস ৷ আমরা মনে করি, প্রত্যেক ভারতীয়র সমানাধিকার প্রাপ্য ৷ বিজেপি ঘৃণা ছড়ায়, বিভাজন তৈরি করে ৷ আমরা ভালবাসা এবং স্নেহের পরশে তার জবাব দেওয়ায় বিশ্বাস করি ৷’’

আরও পড়ুন:BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

তবে রাহুল চেষ্টা করলেও, গোয়ায় কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়ে ধন্দ রয়েছে দলেই ৷ কারণ তৃণমূলের মতো আঞ্চলিক দল যেখানে ভোটের প্রস্তুতি তু্ঙ্গে নিয়ে যেতে পেরেছে, তুলনায় কংগ্রেস এখনও স্তিমিত ৷ বিজেপি মূল প্রতিপক্ষ হলেও, সে ভাবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এখনও সেখানে প্রচারই শুরু করেনি তারা ৷ শুধু তাই নয়, ভূমিপুত্রের হাতে শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটের ময়দানে নামা তৃণমূলের সঙ্গেও কড়া টক্কর হতে চলেছে বলে মনে করছেন স্থানীয় কংগ্রেস নেতারা ৷

ABOUT THE AUTHOR

...view details