কলকাতা, 30 ডিসেম্বর: হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের অবসান হল শুক্রবার ৷ ক্য়ানসারকে জয় করতে পারলেন না কিংবদন্তী ফুটবল খেলোয়াড় পেলে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ক্রীড়ামহল ৷ ব্যতিক্রম নন ভারতের রাজনীতির খেলোয়াড়রাও (Political Leaders of India) ৷ পেলের প্রয়াণে (Pele Passed Away) তাঁদের অনেকেই শোকজ্ঞাপন (Condolences) করেছেন ৷
ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাতে তিনি লিখেছেন, "কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি ৷ তিনি গতরাতে ব্রাজিলের সাও পাওলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল 82 বছর ৷ ফুটবল সম্রাট পেলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে 1958, 1962 ও 1970 সালে তিনবার ফিফা বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন ৷ এছাড়া তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ৷ তিনি ছিলেন তৃতীয় বিশ্বের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ৷ 2015 সালে পেলে যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ পরিচয় হয়েছিল ৷ পেলে নাইট অফ দি অর্ডার অফ রিও ব্রাঙ্কো, নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন ৷ তাঁর প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতার সৃষ্টি করল ৷ আমি পেলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷" এদিন টুইটারেও একইভাবে নিজের শোকবার্তা পোস্ট করেছেন মমতা ৷
আরও পড়ুন:কাগজের বলে অনুশীলন থেকে ‘ফুটবল সম্রাটে’র শিরোপা, সংগ্রামী কেরিয়ার পেলের