জামশেদপুর (ঝাড়খণ্ড), 29 অক্টোবর:ছটপুজোর (Chhath Puja 2022) আগে মন্দির চত্বরেই বিবাদে জড়ালেন নির্দল বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতার অনুগামীরা (Political Clash in Temple Premises) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরে (Jamshedpur) ৷ এই ঘটনায় দুই গোষ্ঠীর অনেকে আহতও হয়েছেন ৷ সংঘর্ষের পর দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঞ্চ ও মণ্ডপ নির্মাণ করা নিয়েই বিবাদের সূত্রপাত ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সমর্থকরা সূর্য মন্দির চত্বরে একটি মঞ্চ তৈরি করছিলেন ৷ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা হয়েছিল ৷ অন্যদিকে, নির্দল বিধায়ক সরযূ রাইয়ের সমর্থকরা ছটপুজোর সামগ্রী এবং প্রসাদ বিতরণের জন্য মণ্ডপ তৈরি করছিলেন ৷ কোন গোষ্ঠী কোথায় মণ্ডপ ও মঞ্চ তৈরি করবে, তা নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ৷ পরে তা হাতাহাতি থেকে সংঘর্ষে গড়ায় ৷ এই ঘটনায় সরযূ রাইয়ের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর দলের জেলা সভাপতি সুবোধ শ্রীবাস্তব আহত হন ৷ একইসঙ্গে, অপর গোষ্ঠীরও বেশ কয়েকজন জখম হন ৷