নয়াদিল্লি, 30 এপ্রিল : কোভিড পরিস্থিতি নিয়ে কোনও রাজনৈতিক বিবাদ কখনই কাম্য নয় ৷ শুক্রবার দিল্লির কেজরিওয়াল সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিল দেশের শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা নিয়ে রাজনীতি কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না ৷ কারণ, তাতে আমজনতার প্রাণ সংশয় ঘটবে ৷
এদিন এই প্রসঙ্গে শীর্ষ আদালতের একটি বেঞ্চ বলে, ‘‘আমরা দিল্লি সরকারকে জানাতে চাই, তাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ৷ দয়া করে শীর্ষস্তরে এই বার্তা পৌঁছে দিন ৷ এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক বিবাদ একেবারেই কাম্য নয় ৷’’
এরপরই দিল্লির সরকারের তরফে আদালতকে আশ্বস্ত করা হয় ৷ বলা হয়, করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলে একসঙ্গেই কাজ করছে ৷ উল্টোদিকে, আদালতও কোভিড যুদ্ধে বিভিন্ন সরকারি কর্মী ও আধিকারিকদের কর্মতৎপরতার প্রশংসা করে ৷