পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Police Station Set on Fire: পুলিশের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ! থানা জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা - গাঁজা নিয়ে পুলিশের গাড়ি

পুলিশের বিরুদ্ধে অভিযোগ গাঁজা পাচারের ৷ তার জেরে ক্ষিপ্ত জনতা ওড়িশার ফিরিঙ্গিয়া থানা জ্বালিয়ে দিল ৷ পাশাপাশি এসডিপিওকে বেধড়ক মারধর করা হল ৷ ধুন্ধুমার পরিস্থিতি কান্ধমাল জেলায় ৷

Police Station Set on Fire
ওড়িশায় থানা জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

By

Published : Aug 5, 2023, 8:34 PM IST

Updated : Aug 5, 2023, 11:08 PM IST

থানা জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

কান্ধমাল (ওড়িশা), 5 অগস্ট:গাঁজা পাচার করছে খোদ পুলিশ ! সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই রণক্ষেত্রে ওড়িশার কান্ধমাল জেলা ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার জেলার ফিরিঙ্গিয়া থানায় ঢুকে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা ৷ ঘটনায় পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিকদের উপর হামলাও চালানো হয়। বিক্ষুব্ধ জনতা এসডিপিও'কে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ ৷ তাঁকে মারধরের ভিডিয়োও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷

এই ঘটনায় ফিরিঙ্গিয়া থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এদিন স্থানীয়রা ফিরিঙ্গিয়া থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধেই গাঁজা পাচারের মারাত্মক অভিযোগ আনে ৷ তারপরই তাঁরা থানায় আগুন ধরিয়ে দেন ৷ এ বিষয়ে আইজি (সাদার্ন রেঞ্জ) সত্যব্রত ভোই জানিয়েছেন, ক্ষিপ্ত জনতা থানার আসবাবপত্র ভাঙচুর করে ৷ বেশকিছু নথিপত্র পুড়িয়ে দেয়। পাশাপাশি ঘণ্টার পর ঘণ্টা, ফুলবনি-ফিরিঙ্গিয়া-বালিগুদা সড়ক অবরোধ করে রাখে ৷ এতে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে ৷

আরও পড়ুন:বেহালাকাণ্ডে 2 টি ট্রাফিক গার্ডে হামলা, পুড়ল ভ্যান, নথি নিয়ে পালানোর অভিযোগ

আইজি (সাদার্ন রেঞ্জ) আরও জানান, ঘটনায় থানার কিছু পুলিশ কর্মী-আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য বিক্ষোভস্থলে যান ৷ কিন্তু সেখান থেকে তাঁদের হটিয়ে দেওয়া হয় ৷ স্থানীয় ইন্সপেক্টর-ইন-চার্জ এবং অন্য দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ৷ যথাযথভাবে গাজা পাচারের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান সত্যব্রত ভোই ৷ একইসঙ্গে কয়েকঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি। আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, গাঁজা পাচারের বিষয়টি এর আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হয়েছিল ৷ এই ঘটনায় জড়িত ফিরিঙ্গিয়া থানার ইন্সপেক্টর ইনচার্জ ও আরও দুই পুলিশকর্মীকে কাম্বাগুড়ার স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ অভিযোগ গ্রামবাসীদের ৷

আরও পড়ুন:'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জে হামলাকারীদের গ্রেফতারির দাবি কুণালের

Last Updated : Aug 5, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details