পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাচারের আগে 1 কোটি 76 লাখের রুপো বাজেয়াপ্ত ছত্তিশগড়ে - Mahasamund SP Prafulla Thakur

ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা ওড়িশা থেকে একটি গাড়িতে করে উত্তরপ্রদেশে রুপো নিয়ে যাচ্ছিল ৷ মাঝপথে এনএইচ 53-র রেতিখোলে পাচারকারীদের গাড়ি আটকায় পুলিশ ৷

police-seized-silver-bricks-worth-1-crore-76-lakh-rupees-in-mahasamund
police-seized-silver-bricks-worth-1-crore-76-lakh-rupees-in-mahasamund

By

Published : Jun 29, 2021, 11:03 PM IST

মহসামুন্দ (ছত্তিশগড়), 29 জুন: বিপুল পরিমাণ রুপো পাচার রুখে দিল ছত্তিশগড় পুলিশ ৷ এদিন নাকা চেকিংয়ের সময় রুপো উদ্ধার হয় ছত্তিশগড়ের সঙ্ঘোধা পুলিশ স্টেশন এলাকায় ৷

জানা গিয়েছে, অভিযান চালিয়ে 235 কেজি রুপোর ইট বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ যার বাজার মূল্য 1 কোটি 76 লাখ টাকা ৷ সব মিলিয়ে 283 কেজি রুপো ধাতু উদ্ধার করেছে পুলিশ ৷

এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা ওড়িশা থেকে একটি গাড়িতে করে উত্তরপ্রদেশে রুপো নিয়ে যাচ্ছিল ৷ মাঝপথে এনএইচ 53-র রেতিখোলে পাচারকারীদের গাড়ি আটকায় পুলিশ ৷ এরপরই উদ্ধার হয় বিপুল পরিমাণ রুপো ৷ গ্রেফতার করা হয় গৌরব শাল্য ও সঞ্জয় খানকে ৷

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী

ধৃতেরা উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা বলে জানিয়েছে ছত্তিশগড় পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details