রুদ্রপুর (উত্তরাখণ্ড), 17 অক্টোবর: রুদ্রপুরের উধম সিং নগরের পুলভাট্টা এলাকায় রমরমিয়ে চলছিল বেআইনি মাদ্রাসা প্রতিষ্ঠান ৷ পুলিশের কাছে এমন খবর পৌঁছতেই গোপনে চলল অভিযান ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ উত্তরাখণ্ড পুলিশ মঙ্গলবার দাবি করেছে, ওই বেআইনি মাদ্রাসা থেকে 24 শিশুকে উদ্ধার হয়েছে ৷ ওই শিশুগুলিকে বন্দি করে রাখা হয়েছিল ৷ পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলাকেও গ্রেফতার করেছে ৷
পুলিশ উদ্ধার হওয়া শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, উধম সিং নগর পুলিশ পুলভট্ট থানা এলাকায় একটি বেআইনি মাদ্রাসা চালানোর অভিযোগ পায়। অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ ওই মাদ্রাসায় তল্লাশি চালায় ৷ তাতেই 24 শিশুকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই বেআইনি মাদ্রাসা থেকে উদ্ধার হওয়া 24 শিশুকে তালাবন্ধ করে রেখে দেওয়া হয়েছিল ৷ সকলেই স্বাভাবিকভাবে খুব আতঙ্কে ছিল। অভিযুক্তরা শিশুদের শারীরিকভাবে (মারধর) অত্য়াচার করত বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি ঘরের সমস্ত কাজ করাত।
এই অভিযানের পর সিডব্লিউসি (শিশু কল্যাণ কমিটি) দলকে ঘটনাস্থলে ডাকে পুলিশের দল। সিডব্লিউসি (শিশু কল্যাণ কমিটি) দল শিশুদের নিজেদের দায়িত্বে নেয় ও পরে তাদের পরিবারের হাতে তুুলে দেয়। ঘটনাস্থল থেকে খাতুন বেগম নামে ওই মাদ্রাসার অপারেটরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে খাতুন জানায়, তার স্বামী ইরশাদ ও সে একসঙ্গে ওই বেআইনি মাদ্রাসা চালাত। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইরশাদ এখন পলাতক ৷
পলাতক ইরশাদকে খুঁজছে পুলিশ। এ নিয়ে এক পুলিশ আধিকারির জানান, পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত নির্দেশের ভিত্তিতে এবং অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায়। পুলিশের কাছে খবর যায়, পুলভট্ট থানা এলাকার 18 নম্বর ওয়ার্ড চরবিঘাবাবু গোটিয়া সিরোলিকলায় যে মাদ্রাসা রয়েছে তা বৈধ নয় ৷ স্থানীয়ারাই খবর দেয় পুলিশে ৷ তাঁরা জানান, ইরশাদের বাড়িতে অবৈধভাবে একটি মাদ্রাসা গড়ে তোলা হয়েছে ৷ যার কোনও অনুমতি ছাড়াই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ৷
আরও পড়ুন:পরপর বিস্ফোরণেও ঢিলেঢালা নজরদারি ! উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারবার