পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Flight Attendant Murder Case: মুম্বইয়ে বিমানকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের মামলা রুজু পুলিশের - বিমানকর্মীর রহস্যমৃত্যু মুম্বইয়ে

Flight attendant Murder Case in Mumbai Apartment: ছত্তীশগড়ের রূপাল ওগেই গত এপ্রিলে মুম্বইয়ে এসেছিলেন প্রশিক্ষণের জন্য ৷ তিনি এয়ার ইন্ডিয়ার কর্মী ছিলেন ৷ রবিবার রাতে মুম্বইয়ের ফ্ল্যাটে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Representative Image
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 12:40 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: বিমানকর্মীর রহস্যমৃত্যু মুম্বইয়ে ৷ রবিবার রাতে আন্ধেরি শহর সংলগ্ন মারোল এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম রূপাল ওগরে ৷ বয়স 24 ৷ তিনি ছত্তীশগড়ের বাসিন্দা ৷ গত এপ্রিলে মুম্বইয়ে এসেছিলেন প্রশিক্ষণের জন্য ৷

পাওয়াই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ তাই ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এয়ার ইন্ডিয়ায় কর্মরত ওই তরুণীকে খুন করা হয়েছে ৷ সেই কারণে পুলিশ আপাতত খুনের মামলা রুজু করে তদন্ত করছে ৷

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এনজি কমপ্লেক্স নামে একটি আবাসনে থাকতেন ৷ ওই আবাসন স্থানীয় কৃষানলাল মার্গ এলাকায় ৷ তাই পুরো এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে ৷ ওই আবাসনের সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখেছে ৷ রবিবার কারা কারা সেখানে এসেছিলেন, সেটাও আবাসনের রেজিস্টার থেকে খতিয়ে দেখছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবাসনের নিরাপত্তারক্ষী ও অন্য বাসিন্দাদের ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী ওই ফ্ল্যাটে বোন ও বোনের প্রেমিকের সঙ্গে থাকতেন ৷ আটদিন আগে তাঁর বোন ও বোনের প্রেমিক বাড়ি চলে যান ৷ তার পর ওই ফ্ল্যাটে একাই ছিলেন ওই তরুণী ৷ রবিবার বারবার ফোন করেও ওই তরুণীকে পাননি পরিবারের সদস্যরা ৷ তাই তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হয় পরিবারের তরফে ৷ বন্ধুরা গিয়ে দেখেন যে ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ করা ৷ তখন ওই বন্ধুরা পাওয়াই থানায় খবর দেন ৷

পুলিশ গিয়ে বিকল্প চাবি দিয়ে ফ্ল্যাট খোলে ৷ ভিতরে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন রূপাল ৷ তাঁর গলার নলি কাটা ৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা জানান যে ওই তরুণীর মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে পরিবারের সদস্য়রা ছত্তীশগড় থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, রূপালের বোন ও বোনের প্রেমিককেও আসতে বলা হয়েছে মুম্বইয়ে ৷

পুলিশ এখন খতিয়ে দেখছে যে রূপালের কোনও প্রেমিক ছিল না কি না ! থাকলে প্রেমঘটিত কোনও গোলমালের জেরে তাঁর এই করুণ পরিণতি হল কি না ! তাঁর অফিসে কি কোনও সমস্যা ছিল ? নাকি অন্য কোনও ঝামেলায় জড়িয়ে পড়েছিল রূপাল ? পুলিশ জানিয়েছে, একাধিক দল তৈরি করে অজ্ঞাতপরিচয় ওই আততায়ীকে ধরার চেষ্টা হচ্ছে ৷ সে ধরা পড়লে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ৷ তাছাড়া রূপালের পরিবারের সদস্য এবং বোন ও বোনের প্রেমিকের সঙ্গে কথা বললেও আততায়ী সম্বন্ধে ধারণা তৈরি করা যাবে ৷

তাই এখন দেখার মুম্বইয়ে এই বিমানকর্মীর খুনের কিনারা কীভাবে করে পাওয়াই থানার পুলিশ !

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:মৃত সন্তানের দেহ পড়ে মেঝেয়, বদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দম্পতির দেহ উদ্ধার পুলিশের

ABOUT THE AUTHOR

...view details