পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে হামলাকারীদের ভস্মীভূত মোবাইলের অংশ মিলল রাজস্থানে, অধরা অভিযুক্ত ললিতের ফোন - সংসদে হামলা

Parliament security breach case: সংসদে হামলাকারীদের ফোন পুড়িয়ে ফেলা হয়েছিল ৷ মূল অভিযুক্ত ললিত ঝাকে জেরা করে এই তথ্য পেয়েছিল পুলিশ ৷ এবার সেই পুড়ে যাওয়া ফোনের অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

ETV Bharat
পুড়ে যাওয়া ফোনের অংশবিশেষ

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 11:02 AM IST

Updated : Dec 17, 2023, 11:20 AM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: পুড়ে যাওয়া ফোনের অংশবিশেষ উদ্ধার করল পুলিশ ৷ 13 ডিসেম্বর লোকসভায় হামলাকারীদের মোবাইলের সন্ধান মিলছিল না ৷ রবিবার পুলিশ জানিয়েছে, সংসদের নিরাপত্তা বলয় ভেঙে হামলা করার ঘটনায় ব্যবহৃত ফোনের অংশবিশেষ রাজস্থান থেকে পাওয়া গিয়েছে ৷ তবে সেসব পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

সংসদে হামলাকারীদের পুড়ে যাওয়া মোবাইল ফোন

ললিত ঝায়ের ফোনটি এখনও উদ্ধার করা যায়নি ৷ বুধবার সংসদে হামলার ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা এখন পুলিশের হেফাজতে ৷ তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে 5টি মোবাইল ফোনই দিল্লি ফেরার আগে পুড়িয়ে ফেলেছিল ৷ এবার তারই কয়েকটি অংশ উদ্ধার হল ৷

সংসদের লোকসভায় হামলা চালানোর আগে সাগর, মনোরঞ্জন, অমল, নীলম- চারজন তাদের মোবাইগুলি ললিত ঝাকে দিয়ে দিয়েছিল ৷ কারণ এই ফোনেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ৷ এই তথ্য পুলিশের কাছে গেলে তারা গ্রেফতার হতে পারে, এটা আগে থাকতে আঁচ করে তারা মূল অভিযুক্তের কাছে ফোনগুলি দিয়ে দেয় ৷ তবে পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচামানে পালানোর পরে ললিত 4টি নয়, 5টি ফোন পুড়িয়ে দিয়েছে ৷

সংসদে হামলাকারীদের পুড়ে যাওয়া মোবাইল ফোন

13 ডিসেম্বর, ঘটনার দিন রাতেই পুলিশ হাতে গ্রেফতার হয় মনোরঞ্জন, সাগর, অমল, নীলম ৷ বৃহস্পতিবার রাতে কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করে মূল অভিযুক্ত ললিত ঝা ৷ শুক্রবার আদালত তাকে 7দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছে ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াত ৷ শনিবার পাতিয়ালা হাউস কোর্ট তাকে 7দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ তবে পুলিশ তার 15 দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছিল ৷ দিল্লি পুলিশের বিশেষ সেল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে ৷ 2001 সালে পাকিস্তানি জঙ্গিরা সংসদে হামলা চালায় ৷ তার 22 বছর পূর্তির দিনেই মনোরঞ্জন ও সাগর লোকসভায় স্মোক ক্যান নিয়ে হামলা করে ৷ সংসদের বাইরে স্লোগান দিতে থাকে অমল ও নীলম ৷

আরও পড়ুন:

  1. সাংসদদের বহিষ্কারের সঙ্গে সংসদ ভবনে হানার কোনও যোগ নেই, চিঠিতে জানালেন অধ্যক্ষ ওম বিড়লা
  2. সংসদে হামলাকারীদের 'আত্মদহনে'র পরিকল্পনা ছিল! চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের
  3. সংসদে অনুপ্রবেশ: সহযোগীদের ফোন পুড়িয়েছেন ললিত, সন্ত্রাস-ষড়যন্ত্রে মামলা ইউএপিএ ধারায়
Last Updated : Dec 17, 2023, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details