হাসান / আলুরু (কর্নাটক), 11 এপ্রিল : রেভ পার্টিতে অংশ নেওয়ার অভিযোগে যুবক, যুবতী মিলিয়ে 100 জনকে আটক করল পুলিশ ৷ ঘটনাটি কর্নাটকের আলুরু এলাকায় ৷
আলুরুর পুলিশ সুপার শ্রীনিবাস গওদা জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে আলুরু এলাকায় রেভ পার্টির আয়োজন করা হয়েছে ৷ বিভিন্ন এলাকা থেকে প্রচুর যুবক যুবতি সেখানে জড়ো হয়েছেন ৷ খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ ও আটক করা হয় ৷
আরও পড়ুন- শীতলকুচির ঘটনায় শর্তসাপেক্ষে ক্ষতিপূরণের অনুমতি দিল কমিশন
তিনি আরও জানিয়েছেন, একটি ব্য়ক্তিগত এলাকায় পার্টি আয়োজন করা হয়েছিল ৷ বেশ কয়েক ধরনের নিষিদ্ধ মাদক দ্রব্য় ছিল সেখানে ৷ নাইট কার্ফু শুরু হওয়ায় বেঙ্গালুরু সহ বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতিরা সন্ধের আগেই সেখানে পৌঁছে যান ৷ কিন্তু পুলিশ পৌঁছে যাওয়ায় পুরো প্ল্য়ান ভেস্তে যায় ৷
বেশ কয়েকটি লক্সারি গাড়ি সহ প্রচুর বাইক ছিল সেখানে ৷ সবগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন ওই বাগান বাড়িটির মালিক ও পার্টি অর্গানাইজার ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ এদিকে আটক করা সবাইকে আলুরুর বীরাশাইবা কল্য়াণ মণ্ডপে রাখা হয়েছে ৷