আগরতলা, 8 অগস্ট : ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল (Trinamool) ৷ তাদের অভিযোগ, বিজেপির নির্দেশে তৃণমূল নেতাকর্মীদের এসকর্ট দেওয়ার নাম করে ভুল পথে নিয়ে যায় পুলিশ, যেখানে বিজেপির সমর্থকরা জটলা করে দাঁড়িয়েছিলেন ৷ সেখানে তৃণমূল নেতাদের উপর হামলার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার নাম করে তাঁদের থানায় নিয়ে গিয়ে, পরে নাইট কার্ফু ভাঙার অভিযোগ এনে গ্রেফতার করে ৷ ত্রিপুরায় আইনের শাসন নয়, শাসনের আইন চলছে বলে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরই মধ্যে থানায় ব়্যাফ ডেকে আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত নেতাকর্মীদের ৷ তাঁদের জামিন না-পাওয়া পর্যন্ত থানাতেই বসে থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এ দিকে, আদালতে যাওয়ার পথে ফের তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়িতে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ উঠেছে ৷
ধৃত তৃণমূল নেতাকর্মীদের অবিলম্বে জামিনে মুক্তির দাবিতে আজ খোয়াই থানায় গিয়ে বিক্ষোভ দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেন ৷ থানাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে তৃণমূল ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, "পুলিশ ফাঁদে ফেলে তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার করেছে ৷ ভিত্তিহীন ধারায় মামলা করেছে ৷ আমরা সেগুলি প্রত্যাহার করতে বলেছিলাম ৷ এটা প্রমাণিত যে, পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলা সাজিয়ে তৃণমূল নেতাদের নিয়ে এসেছে ৷ ওরা এই পথে আসতে চায়নি ৷ পুলিশ পাহাড়ি ফাঁকা রাস্তায় ওঁদের নিয়ে গিয়েছে, যেখানে বিজেপি সমর্থকরা জটলা বেঁধেছিল ৷ বিজেপি হামলা চালানোর পর তৃণমূল নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় বসিয়ে রাখা হয় ৷ পরে সেই পুলিশই আবার নাইট কার্ফু ভাঙার অভিযোগ এনে তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার করে ৷"
আরও পড়ুন:থানায় পুলিশের সঙ্গে বচসা অভিষেক-ব্রাত্যদের, বাইরে বিক্ষোভে বিজেপি
যারা হামলা চালিয়েছে, তাদের গ্রেফতার না-করে আক্রান্ত তৃণমূল কর্মীদেরই কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷ গোটা দেশের থেকে এই ঘটনা লুকিয়ে রাখার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে বিজেপির সরকার ত্রিপুরায় যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সব খবর নিচ্ছেন ও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন:বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?