পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Police in-charge Accused for Gangrape: যোগীরাজ্যে সহকর্মীদের নিয়ে তরুণীকে গণধর্ষণ পুলিশ ইনচার্জের

রক্ষকই ভক্ষক! পুলিশ ইনচার্জ ও তাঁর সহকর্মীদের গণধর্ষণের শিকার তরুণী ৷ প্রয়াগরাজের ঘটনা ৷ নির্যাতিতা তরুণী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন ৷ ঘটনাটা ঠিক কী হয়েছিল ? ইটিভি ভারতকে জানিয়েছেন নির্যাতিতা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 11:04 PM IST

প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 26 সেপ্টেম্বর: পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে একটি মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় ৷ অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ জাংহাই ফাঁড়ির অভিযুক্ত ইনচার্জের নাম সুধীর পাণ্ডে ৷ এই ফাঁড়ি প্রয়াগরাজ জেলার সরাই মামরেজ থানা এলাকার অধীন ৷ একটি অভিযোগ জানাতে ফাঁড়িতে গেলে তখন মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে ৷

এর আগে বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে একটি ছেলে উত্যক্ত করত ৷ ফোনে অশ্লীল কথা বলে ওই তরুণীকে বিরক্ত করত ৷ এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে জাংহাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুধীর পাণ্ডের সঙ্গে দেখা করতে যায় ৷ সেখানেই সুধীর নিজের মোবাইল নম্বর দেন তরুণীকে ৷ পাশাপাশি বলেন ওই যুবক আবার এমন বিরক্ত করলে তরুণী যেন অবিলম্বে ফাঁড়িতে এসে সুধীরবাবুর সঙ্গে যোগাযোগ করে ৷ এরপর সুধীর নিজেই তরুণীকে বেশ কয়েকবার ফাঁড়িতে ডেকে পাঠান ৷ অভিযুক্ত যুবক ধরা পড়ায় সুধীর তরুণীকে অবিলম্বে থানায় আসতে বলেন ৷

এই ঘটনায় নির্যাতিতা ইটিভি ভারতকে বলেন, "যখন আমি থানায় গিয়েছিলাম তখন ফাঁড়ির ইনচার্জ সুধীর পান্ডে আমাকে জোর করে একটি গাড়ির মধ্যে আটকে দেয় । তার সঙ্গে আরও তিন জন ছিলেন। গাড়িতে থাকা সকলেই মদ্যপ ছিল ৷ তারা আমাকে নেশাজাতীয় ঠান্ডা পানীয় খেতে বাধ্য করে ৷ আমি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা আমাকে গণধর্ষণ করে ৷ এরপর আমার জ্ঞান ফিরলে অভিযুক্তরা আমাকে ঘটনার কথা না-বলার হুমকি দেয় ৷ বললে আমার ভয়াবহ পরিণতি হবে বলে ভয়ও দেখায় ৷ আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এর বিচার চাই ৷"

আরও পড়ুন : 5 বছর ধরে ছাত্রীকে ধর্ষণ, একাধিকবার গর্ভপাত! অভিযুক্ত আইটিআই ইনচার্জ

ABOUT THE AUTHOR

...view details