প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 26 সেপ্টেম্বর: পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে একটি মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় ৷ অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ জাংহাই ফাঁড়ির অভিযুক্ত ইনচার্জের নাম সুধীর পাণ্ডে ৷ এই ফাঁড়ি প্রয়াগরাজ জেলার সরাই মামরেজ থানা এলাকার অধীন ৷ একটি অভিযোগ জানাতে ফাঁড়িতে গেলে তখন মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে ৷
এর আগে বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে একটি ছেলে উত্যক্ত করত ৷ ফোনে অশ্লীল কথা বলে ওই তরুণীকে বিরক্ত করত ৷ এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে জাংহাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুধীর পাণ্ডের সঙ্গে দেখা করতে যায় ৷ সেখানেই সুধীর নিজের মোবাইল নম্বর দেন তরুণীকে ৷ পাশাপাশি বলেন ওই যুবক আবার এমন বিরক্ত করলে তরুণী যেন অবিলম্বে ফাঁড়িতে এসে সুধীরবাবুর সঙ্গে যোগাযোগ করে ৷ এরপর সুধীর নিজেই তরুণীকে বেশ কয়েকবার ফাঁড়িতে ডেকে পাঠান ৷ অভিযুক্ত যুবক ধরা পড়ায় সুধীর তরুণীকে অবিলম্বে থানায় আসতে বলেন ৷