নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি : আপাত শান্তিপূর্ণ ভাবেই শেষ হল কৃষক সংগঠনগুলির ডাকা চাক্কা জ্যাম কর্মসূচি৷ শনিবার বেলা 12 টা থেকে দুপুর 3 টে পর্যন্ত তিন ঘণ্টার এই কর্মসূচি পালন করা হয়৷ গত প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষক বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল৷ ফলে এদিনের কর্মসূচি ঘিরে ঠিক কী হয়, তার দিকে কার্যত গোটা দেশ তাকিয়েছিল৷ দেশের বিভিন্ন অংশ, বিশেষ করে দিল্লিতে এই কর্মসূচির জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷
কেন্দ্রের মোদি সরকারের আনা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে 41টি কৃষক সংগঠন৷ দিল্লির সীমানার বাইরেই তারা বিক্ষোভ দেখাচ্ছে৷ ফলে দেশের অন্য অংশের তুলনায় কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচির মাত্রা অনেক বেশি ছিল৷ দিল্লি-হরিয়ানা সীমানায় কুন্ডলি থেকে পালওয়াল, পাঠানকোট-জম্মু সড়কেও এই কর্মসূচি পালন করা হয়৷ এছাড়া পঞ্জাব-হরিয়ানা সীমানায় একাধিক রাস্তা কৃষকদের আন্দোলনে স্তব্ধ হয়ে যায়৷ তবে অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবায় ব্যবহৃত গাড়ি চলাচলে কোনও সমস্যা হয়নি বলে খবর পাওয়া গিয়েছে৷