পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

J-K Police Officer Shot Dead : পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত পুলিশ আধিকারিক - পুলওয়ামায় জঙ্গি আক্রমণ

উপত্যকা এখন হত্যাপুরী ৷ পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তাঁকে আক্রমণ করল জঙ্গিরা (J-K Police Officer Shot Dead) ৷

Police Officer murdered in Pulwama
জম্মু ও কাশ্মীরে পুলিশ খুন

By

Published : Jun 18, 2022, 7:39 AM IST

Updated : Jun 18, 2022, 9:35 AM IST

শ্রীনগর, 18 জুন :বাড়ি ঢুকে পুলিশ আধিকারিককে খুন করল জঙ্গিরা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়, জানিয়েছে পুলিশ (Police officer shot dead in Pulwama of Jammu and Kashmir) ৷

নিহত সাব-ইন্সপেক্টরের নাম ফারুক আহমদ মীর ৷ পামপোরের সামবুরায় শনিবার রাতে তাঁর বাড়িতে ঢোকে জঙ্গিরা এবং তাঁকে গুলি করে ৷ তিনি মারা যান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীরকে সিটিসি লেথপোরায় আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে (IRP 23rd Battalion at CTC Lethpora) পোস্টিং দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : মে মাসেই জঙ্গি হামলায় হত 7, শ্রীনগর ছাড়ছেন কাশ্মীরি পণ্ডিতরা

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, "সাব ইন্সপেক্টর ফারুক আহমদ মীর আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ তাঁর বাড়ির কাছে ধানক্ষেত থেকে ফারুকের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গতকাল বিকেলে তিনি ক্ষেতে কাজ করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ সেখানে জঙ্গিরা তাঁকে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করে ৷" ক্ষেতের মধ্যে থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ মিলেছে ৷

Last Updated : Jun 18, 2022, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details