শ্রীনগর, 29 অক্টোবর: ক্রিকেট খেলাকালীন পুলশি আধিকারিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা ৷ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ গুরুতর আহত অবস্থায় ইন্সপেক্টর মসরুর আলি ওয়ানিকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷
পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুলিশ আধিকারিক মসরুর আলি ওয়ানি শ্রীনগর পুলিশ লাইনে, ইন্সপেক্টর পদে কর্মরত ৷ রবিবার তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন ৷ ছুটি থাকায় আজ সকালে কাছের মাঠে গিয়েছিলেন ক্রিকেট খেলতে ৷ সেখানে ম্যাচের মাঝেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা ৷ গুলিতে জখম পুলিশ আধিকারিককে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনার পরপরই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তাবাহিনী হামলাকারী জঙ্গিদের খোঁজে পুরো এলাকাটি ঘিরে ফেলেছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলায় একটি পিস্তল ব্যবহার করা হয়েছে ৷