পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Madhya Pradesh Police: 300 কোটি টাকার প্রতারণা দম্পতির, লুক-আউট নোটিশ জারি পুলিশের - মাদক পাচারের 300 কোটি

মুম্বইয়ের এক দম্পতি মাদক পাচারের 300 কোটি টাকার মধ্যে 174 কোটি টাকা স্থানান্তর করার পরে তাঁদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ । মধ্যপ্রদেশের শিবপুরী থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ।

Mumbai Couple
মুম্বইয়ের দম্পতি

By

Published : Jun 19, 2023, 8:06 PM IST

মুম্বই ও ভোপাল, 19 জুন:300 কোটি টাকার প্রতারণার অভিযোগ ৷ মুম্বইয়ের এক দম্পতির বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করল মধ্যপ্রদেশ পুলিশ । মুম্বই ও মধ্যপ্রদেশের শিবপুরী জেলার খনিয়াধন পুলিশের রাডার থেকে ওই দম্পতি 'নিখোঁজ' হয়ে যান । জানা গিয়েছে, মীরা রোডে (থানে) সন্দেহভাজন মাদক পাচারকারী নিসার জুবায়ের খানকে গ্রেফতার করা হয় ৷ তিনি ওই দম্পত্তির নাম জানান ৷ তারপরেই মধ্যপ্রদেশ পুলিশের আশিস কুমার এস মেহতা এবং তাঁর স্ত্রী শিবানীকে ধরতে দুবার মুম্বই এসেছিল।

মেহতা দম্পতি বেশ কয়েকটি র‌্যাকেটে জড়িত: মেহতা দম্পতিকে মুম্বইয়ের গোরেগাঁও স্কাই-রাইজে তাদের থেকে পঞ্জি স্কিম, ডিজিটাল মুদ্রা এবং মাদক পাচার-সহ বেশ কয়েকটি র‌্যাকেটে চালাতো বলে সন্দেহ করা হচ্ছে ৷ ওই জায়গাটি এখন বন্ধ রয়েছে । মধ্যপ্রদেশ পুলিশ প্রথমে 11 জুন মুম্বইতে এসেছিল মেহতা পরিবার সম্পর্কে তদন্ত করতে ৷ এরপর 13 জুন তাদের থানায় হাজিরার দেওয়ার জন্য সমন পাঠানো হয় ।

দম্পতিকেফাঁসানোর অভিযোগ আইনজীবীর: শিবপুরীর পুলিশ সুপার (এসপি) রঘুবংশ সিং ভাদৌরিয়া বলেন, "আশিস মেহতা ও তার স্ত্রী শিবানী মেহতাকে মাদক মামলায় জড়িত রয়েছে বলে আমাদের সন্দেহ । একটি মাদক মামলায় অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের খোঁজ চলছে ।" মেহতার আইনজীবী অবশ্য দাবি করেছেন, তার মক্কেলদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং তারা পুলিশকে সমস্ত তথ্য দিয়েছে । তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে সময় চাওয়া হয়েছে ।

দম্পতি বিদেশে রয়েছে বলে সন্দেহ: 8 সদস্যের এমপি পুলিশ তাদের খুঁজতে 16 জুন আবার মুম্বইয়ে পৌঁছয় । দম্পতিকে খুঁজে বের করার জন্য ওই দলটি মুম্বই পুলিশের কাছেও সাহায্য চেয়েছিল ৷ পুলিশ সূত্র খবর, দম্পতির বিভিন্ন অ্যাকাউন্টে 174 কোটি টাকা স্থানান্তর করে ৷ লুক-আউট নোটিশ জারি করার আগে তাঁরা বিদেশে চলে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ।

আরও পড়ুন:ধারের 100 টাকা ফেরত না পেয়ে সহকর্মীকে 'খুন' করল যুবক

অ্যাকাউন্ট থেকে প্রায় 174 কোটি টাকা তোলা হয়েছে: নিসার জুবায়ের খান মধ্যপ্রদেশ পুলিশকে জানান, তিনি মেহতা পরিবারের কুরিয়ার বয় ছিলেন ৷ তাঁদের কাছ থেকে পার্সেল তিনি 6 জুন মধ্যপ্রদেশে পৌঁছে দেওয়ার জন্য তুলেছিলেন । প্রতিটি ডেলিভারির আগে তাঁকে একটি নতুন মোবাইল ও সিম দেওয়া হত ৷ যা পার্সেল হস্তান্তরের পর নষ্ট করে ফেলার কথা বলা হয় । দম্পতি যে সোসাইটিতে থাকতেন সেখানে জাল নাম, ফোন নম্বর এবং অন্যান্য বিশদ বিবরণ দিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু তদন্তে দেখা যায় যে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 174 কোটি টাকা অন্য কয়েকটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details